কিংবদন্তী অভিনেতা উত্তম কুমার যে ভোজনরসিক ছিলেন, এ কথা প্রায় সকলেরই জানা। তাঁর পছন্দের খাবারের তালিকায় বিভিন্ন ধরনের পদ ছিল, যার মধ্যে মাংসের পদগুলি ছিল তাঁর বিশেষ প্রিয়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে লেখা বিভিন্ন বই এবং তাঁর পরিবারের সদস্যদের দেওয়া সাক্ষাৎকারে জানা যায়, খুব সাধারণ খাবারও পছন্দ করতেন এই কালজয়ী অভিনেতা। তাঁর পছন্দের খাবারগুলির মধ্যে লঙ্কা মুরগি ছিল অন্যতম।