চারটে মাত্র দিন, যার জন্য সারা বছর উদগ্রীব হয়ে কাটে বাঙালির। নতুন জামা-কাপড়ের গন্ধ মেখা এক অনাবিল আনন্দের উৎসব। আর তাকে পাখির চোখ করে দুর্গা পুজোর আগে চলে লম্বা কেনাকাটার পর্ব। ইদানীং বছরভর অনলাইন শপিংয়ের ভিড়ে সেই আবেগ যেন কিছুটা ফিকে। তবু মন বলে, স্ক্রিনে দেখে জিনিস কেনার চেয়ে পুজোর আমেজ মাখা বাজারে গিয়ে দরদাম করে, জিনিস হাতে নিয়ে কেনার আনন্দটাই আলাদা। এ যেন উৎসবের আগেই এক টুকরো উদযাপন!