প্রথম পুজো - সম্পর্কের নতুন অধ্যায়: প্রেমের সম্পর্কের একে বারে শুরুর দিকের পুজোর অভিজ্ঞতা চিরকাল মনে রাখার মতো। প্রেমে পড়ার পর এই প্রথম পুজোতেই আপনারা একে অপরের কাছাকাছি আসার এবং সম্পর্ক আরও মজবুত করার একটি বড় সুযোগ পাবেন। তাই, কী ভাবে এই পুজোকে আপনার প্রিয় মানুষটির জন্য বিশেষ আকর্ষণীয় করে তুলবেন, রইল তার কিছু টিপ্স।