পকেটে চাপ না দিয়েই ব্যাগ ভর্তি বাজি কিনতে চান? গন্তব্য হতে পারে কোন কোন জায়গা
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২১:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বইমেলা, বস্ত্রমেলা এবং খাদ্যমেলা যেমন আছে, তেমনই রয়েছে বাজির মেলা। চতুর্দিকে কয়েকশো বাজির সম্ভার। সেই সঙ্গেই থিকথিক করছে ক্রেতাদের ভিড়।
০২১২
চোদ্দ পিদিম, আকাশ প্রদীপ অথবা তুবড়ি- শহরের বাজির বাজার কিন্তু আর এ সবেই সীমাবদ্ধ নেই। দীপাবলি-কালীপুজোর ঢের আগে থেকেই এই সব জায়গায় চাহিদা বাড়ে বিভিন্ন আধুনিক বাজি-সহ পরিবেশবান্ধব এবং সবুজ বাজিরও।
০৩১২
কিন্তু দামটাও একটা বড় প্রশ্ন। সস্তায় বাজি পেতে হলে কিছু বিশেষ জায়গার ঢুঁ দিলেই মিলবে সমাধান।
০৪১২
এই যেমন নুঙ্গি বা চম্পাহাটি। এই দুই বাজারেই বাজির দাম অত্যন্ত সস্তা। মাত্র ২০-২৫ টাকাতেও পেয়ে যাবেন তুবড়ি অথবা শেলের প্যাকেট। ৩০০-৪০০ টাকার মধ্যে ব্যাগ ভরতি করে বাজি কিনে বাড়ি ফিরতে পারবেন।
০৫১২
শহিদ মিনার সংলগ্ন ময়দান চত্বরেও বসে বাজির মেলা। তবে কোভিডের সময়ে কিছু বছর বন্ধ ছিল। ‘কিউআর কোড’ যুক্ত সবুজ বাজি এবং সর্বচ্চ ১২৫ ডেসিবেল শব্দতরঙ্গের মধ্যে থাকা বাজি এখানে পেয়ে যাবেন সহজে।
০৬১২
এ ছাড়াও বাজি বাজারের তালিকায় রয়েছে টালা, যাদবপুর ও বেহালাও।