Advertisement
Durga Puja 2020

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১৪২৭ সনের মহালয়া এবং দুর্গাপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

আসুন জেনে নিই গুপ্তপ্রেসের পঞ্জিকা ২০২০ দুর্গাপূজার বিষয় কী বলছে।

গুপ্তপ্রেস পঞ্জিকা

গুপ্তপ্রেস পঞ্জিকা

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:০০
Share: Save:

বাংলা তারিখ– ৩০ ভাদ্র, ১৪২৭, বুধবার।

ইংরেজি তারিখ– ১৬/০৯/২০২০।

সময়- রাত ৭টা ০৩ মিনিট ৪১ সেকেন্ড থেকে।

বাংলা তারিখ- ৩১ ভাদ্র, ১৪২৭, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ– ১৭/০৯/২০২০।

সময়– অপরাহ্ণ ৫টা ০৩ মিনিট ০৮ সেকেন্ড পর্যন্ত।

বাংলার তারিখ– ৩১ ভাদ্র, ১৪২৭, বৃহস্পতিবার।

ইংরেজি – ১৭/০৯/২০২০

সময়– অপরাহ্ণ ৫টা ০৩ মিনিট ০৮ সেকেন্ড পর্যন্ত।

বাংলা তারিখ – ৩ কার্তিক, ১৪২৭, মঙ্গলবার।

ইংরেজি তারিখ – ২০/১০/২০২০

সময়– অপরাহ্ন ৪টে ৩৫ মিনিট ৫৩ সেকেন্ড থেকে।

বাংলা তারিখ– ৪ কার্তিক, ১৪২৭, বুধবার।

ইংরেজি তারিখ– ২১/১০/২০২০

সময়–দুপুর ২টো ৪৪ মিনিট ১৯ সেকেন্ড পর্যন্ত।

সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন।

বাংলা তারিখ– ৪কার্তিক, ১৪২৭, বুধবার।

ইংরেজি তারিখ – ২১/১০/২০২০

সময় – দুপুর ২টো ৪৪ মিনিট ২০ সেকেন্ড থেকে।

বাংলা তারিখ – ৫ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ – ২২/১০/২০২০

সময় – দুপুর ১টা ১১ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত।

সকাল ৯টা ২৭ মিনিট ১১ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর সস্থাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজাপ্রশস্তা।সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

বাংলা তারিখ– ৫কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ– ২২/১০/২০২০

সময়–দুপুর ১টা ১১ মিনিট ৫৯ সেকেন্ড থেকে।

বাংলা তারিখ – ৬ কার্তিক , ১৪২৭, শুক্রবার।

ইংরেজি তারিখ– ২৩/১০/২০২০

সময়– সকাল ১১টা ৫৬মিনিট ০৬সেকেন্ড পর্যন্ত।

বারবেলানুরধে সকাল ৮টা ৩০ মিনিট ২৮ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ,স্থাপন, সপ্তম্যাদিকল্পারাম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা।

রাত ১০টা ৫৬ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১১টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডের মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা।

বাংলা তারিখ– ৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার।

ইংরেজি তারিখ – ২৩/১০/২০২০

সময় – সকাল ১১টা ৫৬ মিনিট ০৭ সেকেন্ড থেকে।

বাংলা তারিখ – ৭কার্তিক, ১৪২৭, শনিবার।

ইংরেজি তারিখ – ২৪/১০/২০২০

সময় – সকাল ১১টা ২২ মিনিট ২৯ সেকেন্ড পর্যন্ত।

সময় – সকাল ১০টা ৫৮ মিনিট ২৯ সেকেন্ড থেকে।

সময় – সকাল ১১টা ২২ মিনিট ২৯ সেকেন্ড থেকে।

সময় – সকাল ১১টা ৪৬ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে।

কাল বেলানুরধে সকাল ৭টা ০৫ মিনিট ৪১ সেকেন্ড থেকে পূর্বাহ্ন ৯টা ২৭ মিনিট ২১ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারাম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা।সকাল ৯টা ২৭ মিনিট ২১ সেকেন্ড মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস।

বাংলা তারিখ– ৭ কার্তিক, ১৪২৭, শনিবার।

ইংরেজি তারিখ– ২৪/১০/২০২০

সময় – সকাল ১১টা ২২ মিনিট ৩০ সেকেন্ড থেকে।

বাংলা তারিখ–৮কার্তিক, ১৪২৭, রবিবার।

ইংরেজি তারিখ– ২৫/১০/২০২০

সময় – সকাল ১১টা ১১ মিনিট ০৪ সেকেন্ড পর্যন্ত।

পূর্বাহ্ন সকাল ৯টা ৭ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা।

সকাল ৯টা ৭ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীব্রতের পারণ।

দশমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ– ৮কার্তিক, ১৪২৭, রবিবার।

ইংরেজি তারিখ – ২৫/১০/২০২০

সময় – সকাল ১১টা ১১ মিনিট ০৫ সেকেন্ড থেকে।

বাংলা তারিখ – ৯কার্তিক, ১৪২৭, সোমবার।

ইংরেজি তারিখ– ২৬/১০/২০২০

সময় – সকাল ১১টা ২৯ মিনিট ৫৭ সেকেন্ড পর্যন্ত।

কাল বেলানুরধে সকাল ৭টা ০৬ মিনিট ২৩ সেকেন্ড মধ্যে, পুনরায়সকাল ৮টা ৩১ মিনিট ০৫ সেকেন্ড থেকে সকাল ৯টা ২৭ মিনিট ৩৩ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।বিজয়া দশমীকৃত্য।দশেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja 2020 Time Fixtures
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE