Advertisement
Durga Puja 2020

পুজোয় নতুন জুতো এবং ফোস্কাও, এড়াবেন কী উপায়ে?

ফোস্কারও একটা নিয়ম থাকে। আমাদের পায়ের পাতার নির্দিষ্ট কয়েকটা জায়গাতেই ঘুরেফিরে ফোস্কা পড়তে থাকে।

আত্রেয়ী বসু
কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ১৬:১০
Share: Save:

রবি ঠাকুরের 'জুতা আবিষ্কার'-এর সে দিন আর নেই। শুধু 'মলিন ধুলা' থেকে পা ঢেকে রাখাতেই আটকে নেই জুতোর ব্যবহার। সে এখন ফ্যাশনের একটা বড়সড় অঙ্গ। আর পুজোর সময় তো কথাই নেই! কিন্তু পোশাকের সঙ্গে ম্যাচ করে নতুন জুতো না হয় পরলেন। সঙ্গে কিন্তু ফোস্কা ফ্রি! আর পুজোর আনন্দ নিমেষে মাটি করে দিতে খান দুয়েক ফোস্কাই যথেষ্ট।

নতুন সাজে, মেকআপে অনন্যা। এ দিকে, ফোস্কার কল্যাণে খোঁড়াতে খোঁড়াতে ঠাকুর দেখা। সেটা কি ভাল ব্যাপার আদৌ? হ্যাঁ, এ বার পুজোটা একেবারে অন্য রকম। আগের মতো ঘুরে ঘুরে প্যান্ডেল চষে ফেলা হয়তো সম্ভব নয়। তবে রাত্রের দিকে ভিড় এড়িয়ে কেউ কেউ হয়তো এক-আধ ঘণ্টার জন্য বেরোবেন। তাই নতুন জুতোর ফোস্কা বাঁচিয়ে কী ভাবে পুজো কাটাবেন, আসুন জেনে নিই।

আরও পড়ুন:গরম জামা রোদে দেওয়া মানেই পুজো আসছে

​​নতুন জুতো পরে বেরনোর আগে পা অবশ্যই ভাল ভাবে ময়শ্চারাইজ করে নিন।

আরও পড়ুন: দূরত্বের আশা, দূরত্বের ভাষা...

ফোস্কা পড়লে লাগিয়ে নিন অ্যালোভেরা জেল কিংবা মধু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE