Easy Eye makeup tips to Keep your Kajal Smudge Free and Long Lasting dgtl
Prevent kajal from smudging
উৎসবের ভিড়ে নজর কাড়ুক কাজল-কালো আঁখি, না ঘেঁটে কী ভাবে অক্ষত রাখবেন চোখের সাজ
চোখের সৌন্দর্য বাড়াতে কাজল অপরিহার্য। কিন্তু ঘেঁটে গেলে সব মাটি! কয়েকটি সহজ উপায়ে কাজল থাকবে দীর্ঘসময় ‘স্মাজ-ফ্রি’।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
দারুণ সেজেগুজে বেরিয়েছেন ঠাকুর দেখতে। এদিকে, কিছু ক্ষণের মধ্যেই চোখের নীচে গভীর কালো দাগ! যা ভাবছেন তা নয়! আসলে গরমে ঘেমে বা বৃষ্টিতে ঘেঁটে গিয়েছে আপনার সাধের কাজল-রেখা!
০২১০
চোখের মেকআপে কাজল এমন এক জিনিস, যা মুহূর্তেই আকর্ষণীয় করে তোলে আপনার সাজ। কিন্তু অনেক সময়ে ঘেমে যাওয়া বা চোখে জল আসার কারণে কাজল ছড়িয়ে যায়। ব্যস! পুরো লুকটাই নষ্ট! এই সমস্যা এড়াতে কিছু সহজ উপায় মেনে চলুন। কাজল সারা দিন টিকে থাকবে, এক্কেবারে ‘স্মাজ-ফ্রি’।
০৩১০
কাজল যাতে ঠিক থাকে, তার জন্য এই টিপ্সগুলি মেনে চলতে পারেন- ১.চোখ পরিষ্কার করুন : কাজল টানার আগে চোখের চার পাশ ভাল করে ধুয়ে শুকনো করে নিন। তেল বা ঘাম থাকলে কাজল সহজেই ছড়িয়ে যায়।
০৪১০
২.প্রাইমার বা কম্প্যাক্ট ব্যবহার করুন : চোখের নীচে হালকা প্রাইমার বা কম্প্যাক্ট পাউডার লাগালে কাজল সেট হয়ে যায়।
০৫১০
৩.ওয়াটারপ্রুফ কাজল ব্যবহার করুন: সাধারণ কাজলের চেয়ে ওয়াটারপ্রুফ বা ‘স্মাজ-প্রুফ’ কাজল বেশি টেকসই হয়।
০৬১০
৪.ডবল লেয়ার: কাজল লাগানোর পরে উপরে হালকা কালো আইশ্যাডো ব্রাশ দিয়ে লাগালে সেটা সেট হয়ে যায়, আর ছড়ায় না।
০৭১০
৫. লোয়ার ল্যাশ লাইনে হা৫. লোয়ার ল্যাশ লাইনে হালকা পাউডার দিন : চোখের নীচে একটু ট্রান্সলুসেন্ট পাউডার লাগালে ঘাম বা তেল জমে না। ফলে কাজলও ছড়ায় না।লকা পাউডার দিন : চোখের নীচে একটু ট্রান্সলুসেন্ট পাউডার লাগালে ঘাম বা তেল জমে না। ফলে কাজলও ছড়ায় না।
০৮১০
৬.আইলাইনার হিসেবে ব্যবহার করুন : শুধু ভিতরে না দিয়ে বাইরের ল্যাশ লাইনেও হালকা কাজল টানুন, এতে বেশি সময় টিকবে।
০৯১০
৭.বারবার চোখে হাত দেবেন না : অভ্যাসবশত অনেকেই চোখ ঘষে ফেলেন। এতে কাজল দ্রুত স্মাজ হয়।
১০১০
৮.সেটিং স্প্রে ব্যবহার করুন : মেকআপের শেষে হালকা সেটিং স্প্রে দিলে কাজল অনেক ক্ষণ না ঘেঁটে টিকে থাকবে। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।