ছবি: সংগৃহীত
মোবাইলের অডিয়ো অ্যাপ হোক কিংবা রিংটোন, অনুপম রায়ের ভক্তদের ফোনে বারংবার বাজতে থাকে শিল্পীর গাওয়া বিখ্যাত গানগুলি। ভক্তরা মুখিয়ে থাকেন একবার তার গান সরাসরি শোনার জন্য। কলকাতায় এই সুযোগেরই আয়োজন করল ‘টিম অনুপম রায়’। ডিজিটাল সহযোগীর ভূমিকায় আনন্দবাজার অনলাইন।
অনুপম রায়ের বহু প্রতীক্ষিত সঙ্গীতানুষ্ঠান ‘তারার মত জ্বলব’ অনুষ্ঠিত হতে চলেছে এই রবিবার, ৩ নভেম্বর। নিক্কো পার্কের ‘বিগ লন’-এ আয়োজিত হবে এই অনুষ্ঠানটি ঠিক সন্ধ্যে ৬টা থেকে।
‘আমাকে আমার মত থাকতে দাও’, ‘তুমি যাকে ভালোবাসো’, ‘বোবা টানেল’ এইরকম জনপ্রিয় গান তো থাকবেই, তার সঙ্গে থাকবে অনুপম রায়ের আরও অনেক নতুন গানও। স্টেডিয়ামে আলোর খেলা এবং গানের সুরেলা ছন্দে এক সুন্দর সন্ধ্যা উপহার পেতে চলেছে শহর কলকাতা।
টিকিট বুকিং শুরু হয়ে গেছে। আপনিও যদি এই স্বর্ণালী সন্ধ্যার অংশ হতে চান তা হলে আর দেরি না করে এখনই আপনার টিকিট সংগ্রহ করুন এই লিঙ্ক থেকে: https://insider.in/tarar-moto-jolbo-nov3-2024/event
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy