Follow These Remedies on Kali Puja to Get Goddess Kalis blessings dgtl
Remedies for Kali Puja
আটকে যাওয়া কাজ হাসিল করা হোক বা ঋণ থেকে মুক্তি, কালীপুজোয় এই সহজ টোটকায় হবে মুশকিল আসান
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০৮:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
দেবীর কৃপা পেতে কালীপুজোর দিন সকাল থেকে গোটা রাত একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই প্রদীপটি সিংহাসন বা কালী মূর্তির সামনে রাখবেন। খেয়াল রাখবেন এই প্রদীপ যেন কোনও ভাবেই নিভে না যায়।
০২১৬
কালীপুজোর রাতে যদি বাড়ির ছাদে একটি পাঁচমুখী প্রদীপ জ্বালতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
০৩১৬
দেবীর চরণের সিঁদুর বিবাহিত মহিলারা সারা বছর সিঁথিতে পরুন। স্বামীর দীর্ঘায়ু হবে।
০৪১৬
দেবীর আশীর্বাদ পেতে চাইলে কালীপুজোর দিন যে কোনও কালী মন্দিরে আতপ চাল, একটা নারকেল, ১০৮টি জবার মালা এবং ঘি দান করুন।
০৫১৬
এই দিন কোনও মন্দিরে খাঁড়া অর্পণ করলেও সুফল পাওয়া যায়।
০৬১৬
শত্রু দমন করতে চাইলে দেবীর খড়গ এনে বাড়িতে রাখতে পারেন।
০৭১৬
এ ছাড়াও শত্রু দমন করতে চাইলে দেবীর সামনে তেলের প্রদীপ জ্বালান। এর পর একটি লেবুকে দু টুকরো করে তাতে তিনটি লবঙ্গ পুঁতে দিন। সেই লেবুর টুকরোগুলো পর দিন আপনার শত্রুর বাড়ির সামনে ফেলে দিন।
০৮১৬
কালীপুজোয় অবশ্যই দেবীর চরণে জবাফুল অর্পণ করুন। সেই ফুল পুজো হয় যাওয়ার পর ঘরে রেখে দিন সংসারে সমৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি হবে।
০৯১৬
বহু দিন ধরে কোনও কাজ আটকে আছে? অমাবস্যা লাগার পর দেবীর সামনে কালো তিল, কালো কলাই, এবং সর্ষের তেল অর্পণ করুন।
১০১৬
কালীপুজোর দিন উপোস করছেন? সুফল পেতে চাইলে কালীপুজোর পরের দিন পাঁচজন ব্রাহ্মণকে ভোজন করান।
১১১৬
মামলা মোকদ্দমার হাত থেকে নিষ্কৃতি পেতে চাইলে দেবীর সামনে কালীপুজোর দিন থেকে টানা ৯ দিন গুলগুলের ধুনো জ্বালুন। ঋণ থেকে মুক্তি পেতে চাইলেও এক কাজ করবেন।
১২১৬
মনের ইচ্ছে পূরণ করতে চাইলে এই দিন সন্ধ্যার পর কোনও বট গাছের গোড়ায় তিন বার কালো তিল অর্পণ করুন।
১৩১৬
কালীপুজোর সন্ধ্যায় ভুলেও ঝাঁট দেবেন না।
১৪১৬
এ দিন দুধ বা দুগ্ধজাত কোনও জিনিস ধার দেবেন না।
১৫১৬
কালীপুজোর দিন যেহেতু অনেকে বাড়িতে লক্ষ্মীপুজো করেন, এ দিন ভুলেও বাড়িতে ঝগড়া, অশান্তি করবেন না।
১৬১৬
কালীপুজো বা লক্ষ্মীপুজোয় বসার আগেই ঘর থেকে সমস্ত আবর্জনা, নোংরা ফেলে দিন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)