উৎসবের মরসুম শেষে চোখের তলায় কালি? সমস্যা দূর করুন রান্নাঘরের এই উপাদানে
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৩:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
উৎসবের দিন মানেই রাত জেগে ঠাকুর দেখা, নইলে বাড়ি বসিয়ে জমিয়ে আড্ডা। খাওয়া দাওয়ায় অনিয়ম, স্লিপ সাইকেল ঘেঁটে যাওয়া, ইত্যাদি। আর তার পরিণাম আমাদের চেহারা, চুলে ফুটে ওঠে। কম ঘুমের কারণে উৎসবের পর অনেকেরই চোখের তলায় কালি পড়তে দেখা যায় এটিকে দূর করুন ঘরোয়া উপায়ে।
০২১১
চোখের তলার কালি বা ডার্ক সার্কেল দূর করতে পার্লার বা দামী জিনিস কিনতে হবে না। বরং রান্নাঘরে সহজলভ্য এই উপাদানকেই বেছে নিন।