ঠাকুরঘরের পিতলের বাসন নিয়মিত ব্যবহার ও আবহাওয়ার কারণে কালচে হয়ে যায়। ফলে হারিয়ে যায় তার ঝকঝকে সোনালি রূপ। পুজো-পার্বণে ব্যবহার করার আগে তাই এগুলো ভাল ভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই সহজে এই কালচে দাগ দূর করে বাসনকে নতুনের মতো করে তুলুন।
পিতলের বাসন পরিষ্কারের ঘরোয়া উপায়:
১.লেবু ও নুন: পিতলের বাসন পরিষ্কার করতে একটি লেবু কেটে নিন। লেবু ও নুনের মিশ্রণ বানিয়ে বাসনে তা ভাল করে মাখিয়ে দশ মিনিট রেখে দিন। এর পরে স্পঞ্জে সাবান মেখে ওই মিশ্রণের উপরে ভাল করে ঘষে পরিষ্কার করে নিন। পিতলের বাসন একেবারে ঝকঝক করবে।
২.তেঁতুল ও নুন: তেঁতুল ভিজিয়ে পেস্ট বানান। তাতে কিছুটা নুন মাখিয়ে নিন। এ বার ওই পেস্ট দিয়ে পিতল ঘষে পরিষ্কার করুন। এতে খুব সহজে ময়লা সাফ হবে।
৩.ভিনিগার ও বেকিং সোডার মিশ্রণ: পিতলের বাসন নতুনের মতো করে তুলতে ভিনিগার আর বেকিং সোডার মিশ্রণ দারুণ কাজে আসে। এই দু’টি উপাদান ভাল করে মিশিয়ে নিন। এ বার স্পঞ্জে মিশ্রণটি নিয়ে ভাল করে কালচে হয়ে যাওয়া বাসনে মাখান। মিনিট পনেরো পরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন।
৪. সাদা টুথপেস্ট (জেল নয়): প্রথমে বাসন মুছে নিন। ধুলো-ময়লা যেন না থাকে। কালচে দাগের উপরে সরাসরি টুথপেস্ট মাখিয়ে নিন। পুরনো টুথব্রাশ বা নরম ব্রাশ দিয়ে দাগের জায়গায় ঘষতে থাকুন। প্রয়োজনে অল্প জল দিয়ে ঘষলে দাগ দ্রুত উঠবে। এ বার পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। শেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে বাসন চকচকে হয়ে উঠবে।
পিতলের বাসন ধোওয়ার পর যত তাড়াতাড়ি পারবেন জল শুকিয়ে রাখবেন। জল থাকলে বাসন কালো হয়ে যায়। খুব সহজেই ঘরোয়া কিছু উপায়ে আপনার ঠাকুরঘরের বাসন আবার ঝকঝকে হয়ে উঠুক।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।