দীপাবলির দূষণ ও ধোঁয়ার দাপটে ত্বকের হাল বেহাল! কী ভাবে যত্ন নেবেন? বাড়ির হেঁশেলেই লুকিয়ে সমাধান
বাজি পোড়ানোর আগে যত্ন নিন ত্বকের। খেয়াল রাখুন কিছু বিশেষ ক্ষেত্রে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৭:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
এক দিকে যেমন এটি ‘আলোর উৎসব’, তেমনই জৌলুসের আড়ালে লুকিয়ে এক অন্ধকার দিকও।
০২১৫
কালীপুজোর রাতে এক ধাক্কায় দূষণের মাত্রা বেড়ে যাওয়া, নবজাতক থেকে বৃদ্ধ-বৃদ্ধা, এমনকী পশুরাও নিরাপদ বোধ করে না বললেই চলে।
০৩১৫
শব্দদূষণের পাশাপাশি বায়ুদূষণের কারণে ফুসফুস, শ্বাসনালীর ক্ষতি তো আছেই। বাজির ধোঁয়ায় মারাত্মক ক্ষতি হয় ত্বকেরও।
০৪১৫
বাজি থেকে নির্গত হওয়া ইনফ্রারেড ও ইউভি (আল্ট্রাভায়োলেট) রশ্মির প্রকোপে ঝলসে যায় ত্বক। প্রাথমিক ভাবে তা টের না পেলেও পরে বোঝা যায় ক্ষতির পরিমাণ।
০৫১৫
এই সব কিছু মাথায় রেখেই বাজি পোড়ানোর আগে যত্ন নিন ত্বকের। খেয়াল রাখুন কিছু বিশেষ ক্ষেত্রে।
০৬১৫
প্রথম জরুরি বিষয়টি হল সানস্ক্রিন ব্যবহার। দিনের বেলায় রোদের হাত থেকে বাঁচতে যেমন মুখে মাখা হয়, কালীপুজোর রাতেও সঙ্গী করুন তাকে। এটি ইউভি রশ্মি থেকে একই ভাবে ত্বককে রক্ষা করবে।
০৭১৫
সামনেই তো শীতকাল। ময়শ্চারাইজ়ার ব্যবহারের অভ্যেস এখন থেকেই করা উচিত। বাজি পোড়ানোর সময়ে ভারী কোনও ময়শ্চারাইজ়ার ব্যবহার করুন। এটি ত্বকের উপরে রক্ষাকবচ হিসেবে কাজ করবে।
০৮১৫
বাজি পোড়ানোর সময়ে মুখ রুমাল বা মাস্ক দিয়ে ঢেকে রাখতে পারেন। এতে যেমন ফুসফুস ও শ্বাসনালীর ক্ষতি আটকানো যাবে, তেমনই মুখের ত্বককেও বাঁচানো যাবে সরাসরি দূষণ থেকে।
০৯১৫
সব কিছুর পরে মাইল্ড কোনও ক্লেনজ়ার দিয়ে ভাল করে ধুয়ে নিন মুখ। এতে ত্বকের আর্দ্রতা নষ্ট হবে না।
১০১৫
পাশাপাশি ত্বক থেকে ধুলো-ময়লাও যাবে দূর হয়ে।
১১১৫
তা ছাড়া সমাধান লুকিয়ে বাঙালির হেঁশেলেই।
১২১৫
একটি পাত্রে দই, মধু ও আমলকির রস একসঙ্গে মিশিয়ে সেটি গলায়, মুখে ও হাতে ভাল করে মেখে নিন। ২০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন।
১৩১৫
তুলসীপাতা ভেজানো জলও এ ক্ষেত্রে খুব উপকারী। ত্বকের ‘টক্সিন’ দূর করতে সাহায্য করে।
১৪১৫
এ ছাড়া স্ক্রাবিং করুন ঘুমোতে যাওয়ার আগে। বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সহজে। এর জন্য লাগবে কয়েকটি পিষে নেওয়া আখরোট ও এক চামচ মধুর মিশ্রণ।
১৫১৫
এ ছাড়াও সপ্তাহে বেশ কয়েক বার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ত্বকের ধরন বুঝে বাছাই করতে পারেন এটি। চাইলে বাড়িতেও বানাতে পারেন গোলাপজল, মুলতানি মাটি, টকদই, মধু ইত্যাদি দিয়ে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।