দুর্গাপুজো মানেই নতুন সাজ, নতুন পোশাক আর সেই সঙ্গে ঝলমলে ত্বক। এই বছর পুজোয় যদি কোরিয়ান বিউটি ট্রেন্ড 'গ্লাস স্কিন'-এর মতো মসৃণ এবং উজ্জ্বল ত্বক পেতে চান, তা হলে আপনার বিউটি রুটিনে গ্লিসারিন যোগ করা জরুরি। গ্লিসারিন এক অসাধারণ ময়েশ্চারাইজ়ার, যা ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে। পুজোর আগে প্রতি দিন এর সঠিক ব্যবহার আপনাকে দেবে কাঙ্ক্ষিত উজ্জ্বল ত্বক।