Refreshing detox drinks one must try after durga puja dgtl
Detox Water
রাত জেগে ঠাকুর দেখা, আড্ডার পর ভুগছেন পেটের গোলমাল-ডিহাইড্রেশনে? সুস্থ হতে সঙ্গী হোক এই ডিটক্স পানীয়
পুজো মানেই কবজি ডুবিয়ে ভূরিভোজ আর তার সঙ্গী হয় সুরাপান। সঙ্গে রাত জেগে ঠাকুর দেখা, খাবার সময়ের পরিবর্তন, ভাজাভুজি খাওয়া তো আছেই!
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৮:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পুজো মানেই কবজি ডুবিয়ে ভূরিভোজ আর তার সঙ্গী হয় সুরাপান। সঙ্গে রাত জেগে ঠাকুর দেখা, খাবার সময়ের পরিবর্তন, ভাজাভুজি খাওয়া তো আছেই! আর সবের মাঝে যেন হঠাৎ আড়ি হয়ে যায় জলের সঙ্গে। এই ক’দিন তুলনায় অনেকটাই কম জল খাওয়া হয়।
০২১০
ফলে পুজোর পর অনেকেই ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন, কেউ কেউ আবার ভোগেন পেটের গোলমালে।
০৩১০
পুজোর ক’দিনেই কারও কারও ক্ষেত্রে আবার লাফিয়ে বাড়ে ওজন। সমস্যা যা-ই হোক, পুজোর পর শরীরকে সুস্থ রাখতে ডিটক্স করা প্রয়োজন। আর তার জন্য লাগবে কিছু ডিটক্স পানীয়।
০৪১০
রোজ সকালে হালকা গরম জল লেবুর রস খান। এটি অন্যতম জনপ্রিয় ডিটক্স পানীয়।
০৫১০
তবে যাদের পেটে আলসার আছে বা গ্যাস অম্বলে ভোগেন তাঁরা এই পানীয় এড়িয়ে চলুন।
০৬১০
এক কাপ পালং শাক, আধ কাপ ধনে পাতা, একটু পার্সলে পাতা, একটা আমলকি ভাল করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিন। তার পর এই মিশ্রণটি ভাল করে ছেঁকে রস বের করে সেটা একটু নুন এবং পাতিলেবুর রস মিশিয়ে খান।
০৭১০
এ ছাড়া শরীরকে ডিটক্স করতে হলে জলে শসার টুকরো, মৌসাম্বি বা বাতাবি অথবা কমলালেবুর টুকরো দিন। সেই জল পান করুন।
০৮১০
অ্যান্টি অক্সিডেন্টে ঠাসা ডিটক্স পানীয় বানাতে পুদিনা পাতা, ধনে পাতা, আদা, দারচিনি, লবঙ্গ এবং কাঁচা হলুদের টুকরো মিশিয়ে দিন জলের সঙ্গে। তার পর সেটি পান করুন।
০৯১০
জলের মধ্যে আনারসের টুকরো, কয়েকটি পুদিনা পাতা ভিজিয়ে ঘণ্টা ২-৩ রাখুন। তার পর সেই জল পান করুন।
১০১০
এক বোতল জলে একটা গোটা আপেল কেটে টুকরো করে দিয়ে দিন, সঙ্গে ফেলে দিন ২-৩ টি দারচিনির স্টিক। যোগ করুন কয়েকটি পুদিনা পাতা। এ বার এটি ফ্রিজে অন্তত দেড় দুই ঘণ্টা ফ্রিজে রাখুন। তার পর সেটি পান করুন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)