দুর্গাপুজোর সময় চুলের হরেক কায়দা মাস্ট! কিন্তু, উৎসবের কেশসজ্জায় অনেকেই রোজ চুলে অতিরিক্ত তাপের ছোঁয়া দেন। যেমন - হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লিং আয়রন। এর ফলে কিন্তু চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। চুল হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক এবং প্রাণহীন। চলুন, জেনে নিই কী ভাবে পুজোর সময়ে হেয়ার স্টাইলিং করেও চুলের যত্ন নেওয়া সম্ভব এবং অতিরিক্ত তাপের সংস্পর্শে চুলের কী কী সমস্যা হতে পারে।