To change your destiny buy salt on this dhanteras 2025 and do these remedies dgtl
Dhanteras 2025
নুনই বদলাবে ভাগ্য! ধনতেরাসে কী করতে হয় জানেন?
ধনতেরসের দিন সোনা রুপোর পাশাপাশি ঝাঁটা সহ আরও অনেক কিছুই কেনার চল রয়েছে। আর এই জিনিসগুলির অন্যতম হল নুন।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৭:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ধনতেরসের দিন সোনা রুপোর পাশাপাশি ঝাঁটা সহ আরও অনেক কিছুই কেনার চল রয়েছে। আর এই জিনিসগুলির অন্যতম হল নুন। রোজকার রান্নার এই উপাদান এক প্যাকেট এই বিশেষ দিনে কিনলেই ঘুরে যেতে পারে আপনার ভাগ্য। কী করতে হবে চলুন জেনে নেওয়া যাক।
০২১০
অনেকেই মনে করে শনিবার দিন নুন কিনতে নেই। হ্যাঁ, এই কথা ঠিক। তবে ধনতেরস যেহেতু একটি বিশেষ তিথি, আর এই দিনে নুন কেনা শুভ বলে মনে করা হয়, তাই ২০২৫ সালে ধনতেরস শনিবার পড়লেও নুন কেনা যাবে।
০৩১০
কিন্তু কেন নুন কেনা হয় ধনতেরসের দিন? মনে করা হয় এদিন নুন কিনলে প্রসন্ন হন লক্ষ্মী দেবী। সুখ, সমৃদ্ধি ভরে ওঠে সংসারে।
০৪১০
ঘরে যদি নেতিবাচক শক্তির প্রভাব টের পান, তাহলে সেটা দূর করতে, ভবিষ্যতে প্রবেশ আটকাতে এবং ইতিবাচক শক্তিতে ঘর ভরিয়ে তুলতে চাইলে এক চিমটে নুন জলে ফেলে সেই জল দিয়ে ঘর মুছুন।
০৫১০
সন্তানের নজর লেগে থাকলে এদিন তার স্নানের জলে একটু নুন ফেলে দিন। সেই জলে সন্তানকে স্নান করান। নজর কেটে যাবে।
০৬১০
নেতিবাচক শক্তি ঘর থেকে দূরে রাখতে একটা ছোট বাটিতে নুন নিয়ে সেটা ঈশান কোণে রেখে দিন। দূর হবে অর্থাভাবও।
০৭১০
অর্থাভাব দূর করতে চাইলে নুন কিনে সেটা রান্নায় ব্যবহার করুন।
০৮১০
ব্যবসায় তেমন লাভ করতে পারছেন না? বরং লোকসান বৃদ্ধি পাচ্ছে? নতুন কাজ আসছে না? সমস্ত সমস্যা দূর করতে এক মুঠো নুন নিয়ে নিজের মাথার উপর ঘুরিয়ে দোকানের বাইরে ফেলে দিন।
০৯১০
দাম্পত্য কলহে জীবন জেরবার? একটি কাচের পাত্রে নুন নিয়ে রেখে দিন ঘরে। দূর হবে সমস্যা।
১০১০
বহু চেষ্টা করেও কাজ পাচ্ছেন না? বারবার ব্যর্থ হচ্ছেন? তাহলে ধনতেরসের দিন থেকে শুরু করে রোজ একটু নুন নিয়ে মাথার উপর পাঁচবার করে ঘুরিয়ে জলে সেই নুন ধুয়ে নিন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।