Advertisement
Horror Movies to Bingewatch

ভূত চতুর্দশীর উপহার ভূতের ছবি! রইল সাম্প্রতিক তৈরি দশটি এমন ছবির গল্প

'ভূতের সিনেমা' দেখতে চান? তবে সাম্প্রতিক কালে তৈরি দশটি এমন ছবির গল্প পড়ুন এবং ভূত চতুর্দশীর রাতে দেখে ফেলুন।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৬:০৪
Share: Save:
০১ ১৩
কাল বাদে পরশু ভূত চতুর্দশী! কালীপুজোর আগের রাতে বাড়ি-ঘরদোরের আনাচেকানাচে সম্ভাব্য 'ভূত-পেতনি' তাড়াতে চোদ্দ প্রদীপের আলো বহু পরিবারেই  দেওয়া হয় প্রতি বছর। তার সঙ্গে ভূতে বিশ্বাস বা অবিশ্বাসের গল্প নেই! এ এক রীতি, এই যা!

কাল বাদে পরশু ভূত চতুর্দশী! কালীপুজোর আগের রাতে বাড়ি-ঘরদোরের আনাচেকানাচে সম্ভাব্য 'ভূত-পেতনি' তাড়াতে চোদ্দ প্রদীপের আলো বহু পরিবারেই দেওয়া হয় প্রতি বছর। তার সঙ্গে ভূতে বিশ্বাস বা অবিশ্বাসের গল্প নেই! এ এক রীতি, এই যা!

০২ ১৩
তো সে যাক গে, অন্য কথায় আসি।  ভূত চতুর্দশীর রাতে বাড়িতে জমিয়ে বসে জবরদস্ত ভয়ের সিনেমা যদি দেখা যায়, কেমন হয়?

তো সে যাক গে, অন্য কথায় আসি। ভূত চতুর্দশীর রাতে বাড়িতে জমিয়ে বসে জবরদস্ত ভয়ের সিনেমা যদি দেখা যায়, কেমন হয়?

০৩ ১৩
হলিউডের ১০টা সাম্প্রতিক ভয়ের সিনেমার তালিকা দেওয়া রইল এখানে। যেগুলি আপনি পেয়ে পাবেন নানান সমাজমাধ্যম সাইটে। শুধু এই লেখায় চোখ বুলিয়ে বেছে নিন কোনটা কোনটা দেখবেন!

হলিউডের ১০টা সাম্প্রতিক ভয়ের সিনেমার তালিকা দেওয়া রইল এখানে। যেগুলি আপনি পেয়ে পাবেন নানান সমাজমাধ্যম সাইটে। শুধু এই লেখায় চোখ বুলিয়ে বেছে নিন কোনটা কোনটা দেখবেন!

০৪ ১৩
১. দ্য মেনু - মুক্তি - ১৮ নভেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - মার্ক মাইলড। অভিনয়ে - অন্যা টেলর জয়, রেক ফাইঞ্জ, নিকোলাস হল্ট, প্রমুখ। গল্পের সারাংশ - এক দম্পতি খাদ্য পেশায় নিয়োজিত আরও কয়েকজনকে নিয়ে আমন্ত্রিত হিসেবে এক শেফ-এর মালিকানাধীন একটা ব্যক্তিগত দ্বীপের বিশেষ রেস্তোরাঁয় ডিনারে যান। সেখানে একেকটা খাবারের পদ পরিবেশন ও খাওয়ার সময় নানাবিধ রহস্যময় কান্ড ঘটতে থাকে। যেগুলি যেমন নৃশংস, তেমনই গা ছমছম করে ওঠা ভয়ের!

১. দ্য মেনু - মুক্তি - ১৮ নভেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - মার্ক মাইলড। অভিনয়ে - অন্যা টেলর জয়, রেক ফাইঞ্জ, নিকোলাস হল্ট, প্রমুখ। গল্পের সারাংশ - এক দম্পতি খাদ্য পেশায় নিয়োজিত আরও কয়েকজনকে নিয়ে আমন্ত্রিত হিসেবে এক শেফ-এর মালিকানাধীন একটা ব্যক্তিগত দ্বীপের বিশেষ রেস্তোরাঁয় ডিনারে যান। সেখানে একেকটা খাবারের পদ পরিবেশন ও খাওয়ার সময় নানাবিধ রহস্যময় কান্ড ঘটতে থাকে। যেগুলি যেমন নৃশংস, তেমনই গা ছমছম করে ওঠা ভয়ের!

০৫ ১৩
২. বার্বারিয়ান - মুক্তি - ৯ সেপ্টেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - জাচ ক্রেগার। অভিনয়ে - বিল স্কার্সগার্ড, জাস্টিন লং, জর্জিনা ক্যাম্পবেল, প্রমুখ। গল্পের সারাংশ - চাকরির ইন্টারভিউয়ের জন্য ডেট্রয়েট চষে বেড়াচ্ছিলেন এক তরুণী। সে জন্য শহরের একটা জায়গায় একটা ভাড়া বাড়ি 'বুক' করেন তিনি। গভীর রাতে সেই ভাড়া বাড়িতে পৌঁছে তরুণী আবিষ্কার করেন যে, বাড়িটি আরও একজন ভাড়া নিয়েছেন, এবং তিনি একজন অদ্ভুত ধরনের লোক। তার পর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে।২. বার্বারিয়ান - মুক্তি - ৯ সেপ্টেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - জাচ ক্রেগার। অভিনয়ে - বিল স্কার্সগার্ড, জাস্টিন লং, জর্জিনা ক্যাম্পবেল, প্রমুখ। গল্পের সারাংশ - চাকরির ইন্টারভিউয়ের জন্য ডেট্রয়েট চষে বেড়াচ্ছিলেন এক তরুণী। সে জন্য শহরের একটা জায়গায় একটা ভাড়া বাড়ি 'বুক' করেন তিনি। গভীর রাতে সেই ভাড়া বাড়িতে পৌঁছে তরুণী আবিষ্কার করেন যে, বাড়িটি আরও একজন ভাড়া নিয়েছেন, এবং তিনি একজন অদ্ভুত ধরনের লোক। তার পর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে।

২. বার্বারিয়ান - মুক্তি - ৯ সেপ্টেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - জাচ ক্রেগার। অভিনয়ে - বিল স্কার্সগার্ড, জাস্টিন লং, জর্জিনা ক্যাম্পবেল, প্রমুখ। গল্পের সারাংশ - চাকরির ইন্টারভিউয়ের জন্য ডেট্রয়েট চষে বেড়াচ্ছিলেন এক তরুণী। সে জন্য শহরের একটা জায়গায় একটা ভাড়া বাড়ি 'বুক' করেন তিনি। গভীর রাতে সেই ভাড়া বাড়িতে পৌঁছে তরুণী আবিষ্কার করেন যে, বাড়িটি আরও একজন ভাড়া নিয়েছেন, এবং তিনি একজন অদ্ভুত ধরনের লোক। তার পর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে।২. বার্বারিয়ান - মুক্তি - ৯ সেপ্টেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - জাচ ক্রেগার। অভিনয়ে - বিল স্কার্সগার্ড, জাস্টিন লং, জর্জিনা ক্যাম্পবেল, প্রমুখ। গল্পের সারাংশ - চাকরির ইন্টারভিউয়ের জন্য ডেট্রয়েট চষে বেড়াচ্ছিলেন এক তরুণী। সে জন্য শহরের একটা জায়গায় একটা ভাড়া বাড়ি 'বুক' করেন তিনি। গভীর রাতে সেই ভাড়া বাড়িতে পৌঁছে তরুণী আবিষ্কার করেন যে, বাড়িটি আরও একজন ভাড়া নিয়েছেন, এবং তিনি একজন অদ্ভুত ধরনের লোক। তার পর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে।

০৬ ১৩
৩. বডিজ বডিজ বডিজ - মুক্তি - ১৪ মার্চ ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - হালিনা রেইজন। অভিনয়ে - রাচেল সেনট, আমান্ডলা স্টেনবার্গ, পিট ডেভিডসন, প্রমুখ। গল্পের সারাংশ - ভয়াবহ 'হারিকেন' সুপার সাইক্লোনের সময় এক প্রত্যন্ত পারিবারিক প্রাসাদে ২০ জনের মতো একটা দল আটকে পড়ে। এবং তার মধ্যেই পার্টি চলার ফাঁকে একটা মৃতদেহ আবিষ্কৃত হয়। তার থেকে সৃষ্টি হয় ভয়াল সব ঘটনা। হ্যারিকেনের চেয়েও আরও ভয়ার্ত সব অনুভূতি।

৩. বডিজ বডিজ বডিজ - মুক্তি - ১৪ মার্চ ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - হালিনা রেইজন। অভিনয়ে - রাচেল সেনট, আমান্ডলা স্টেনবার্গ, পিট ডেভিডসন, প্রমুখ। গল্পের সারাংশ - ভয়াবহ 'হারিকেন' সুপার সাইক্লোনের সময় এক প্রত্যন্ত পারিবারিক প্রাসাদে ২০ জনের মতো একটা দল আটকে পড়ে। এবং তার মধ্যেই পার্টি চলার ফাঁকে একটা মৃতদেহ আবিষ্কৃত হয়। তার থেকে সৃষ্টি হয় ভয়াল সব ঘটনা। হ্যারিকেনের চেয়েও আরও ভয়ার্ত সব অনুভূতি।

০৭ ১৩
৪. নোপ - মুক্তি - ২২ জুলাই ২০২২। ভাষা - ইংরেজি পরিচালক - জর্ডান পিল। অভিনয়ে - ড্যানিয়েল কালুইয়া, কেকে পামের, স্টিভেন ইয়ান, প্রমুখ। গল্পের সারাংশ - বিজ্ঞান নির্ভর ভয়ের সিনেমা। ক্যালিফোর্নিয়ার হেউড পরিবার চলচ্চিত্র নির্মাণের জন্য ঘোড়া প্রশিক্ষণ দিত। তাঁদের একটি খামার ছিল। এক দিন সেখানে আকাশ থেকে ধাতব বস্তু পড়ে। তার আঘাতে সিনিয়র হেউড মারা যান। তারপর থেকে ঘটতে থাকে একের পর এক ভয়ার্ত সব ঘটনা!

৪. নোপ - মুক্তি - ২২ জুলাই ২০২২। ভাষা - ইংরেজি পরিচালক - জর্ডান পিল। অভিনয়ে - ড্যানিয়েল কালুইয়া, কেকে পামের, স্টিভেন ইয়ান, প্রমুখ। গল্পের সারাংশ - বিজ্ঞান নির্ভর ভয়ের সিনেমা। ক্যালিফোর্নিয়ার হেউড পরিবার চলচ্চিত্র নির্মাণের জন্য ঘোড়া প্রশিক্ষণ দিত। তাঁদের একটি খামার ছিল। এক দিন সেখানে আকাশ থেকে ধাতব বস্তু পড়ে। তার আঘাতে সিনিয়র হেউড মারা যান। তারপর থেকে ঘটতে থাকে একের পর এক ভয়ার্ত সব ঘটনা!

০৮ ১৩
৫. এক্স/পার্ল -  মুক্তি - ১৬ সেপ্টেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - টি ওয়েস্ট। অভিনয়ে - মিয়া গোথ, তান্ডি রাইট, অ্যালিস্টেয়ার সেওয়েল, প্রমুখ। গল্পের সারাংশ - তরুণী পার্লের চলচ্চিত্র তারকা হয়ে ওঠার তীব্র আকাঙ্খা। তার বদলে ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারী চলার সময় টেক্সাসে তাঁদের পারিবারিক বাড়িতে পার্ল একটা হিংসাত্মক কাজ করতে তথা ঘটনা ঘটাতে বাধ্য হয়। তার পর থেকে ছবিতে বাড়তে থাকে আরও ভয়াল সব রহস্য!

৫. এক্স/পার্ল - মুক্তি - ১৬ সেপ্টেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - টি ওয়েস্ট। অভিনয়ে - মিয়া গোথ, তান্ডি রাইট, অ্যালিস্টেয়ার সেওয়েল, প্রমুখ। গল্পের সারাংশ - তরুণী পার্লের চলচ্চিত্র তারকা হয়ে ওঠার তীব্র আকাঙ্খা। তার বদলে ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারী চলার সময় টেক্সাসে তাঁদের পারিবারিক বাড়িতে পার্ল একটা হিংসাত্মক কাজ করতে তথা ঘটনা ঘটাতে বাধ্য হয়। তার পর থেকে ছবিতে বাড়তে থাকে আরও ভয়াল সব রহস্য!

০৯ ১৩
৬. ক্রিসমাস ব্লাডি ক্রিসমাস - মুক্তি - ৫ অক্টোবর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - জো বেগস। অভিনয়ে - রাইলে ড্যান্ডি, ডোরা ম্যাডিসন বার্জ, জেফ ড্যানিয়েল ফিলিপস, প্রমুখ। গল্পের সারাংশ - ক্রিসমাস ইভে তার আগে থেকেই অগ্নিগর্ভ হয়ে থাকা এক রেকর্ডের দোকানের পাঁড় মাতাল ও রোজ রোজ পার্টি করা মালিক যতক্ষণ না কাছাকাছি এক খেলনার দোকানে রোবোটিক সান্তাক্লজ না পেয়েছিল, বিভ্রান্ত অবস্থায় ঘোরাঘুরি করে সেই পবিত্র রাতকে উল্টে জটিল করে তুলছিল। কিন্তু মাদক, যৌনতা, হিংসার পটভূমিতে সেই রোবোটিক সান্তাক্লজ ব্যাপক হত্যাকাণ্ড শুরু করে ক্রিসমাস ইভকে আরও অনেক গুণ ভয়াল, গা ছমছমে করে দেয়।

৬. ক্রিসমাস ব্লাডি ক্রিসমাস - মুক্তি - ৫ অক্টোবর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - জো বেগস। অভিনয়ে - রাইলে ড্যান্ডি, ডোরা ম্যাডিসন বার্জ, জেফ ড্যানিয়েল ফিলিপস, প্রমুখ। গল্পের সারাংশ - ক্রিসমাস ইভে তার আগে থেকেই অগ্নিগর্ভ হয়ে থাকা এক রেকর্ডের দোকানের পাঁড় মাতাল ও রোজ রোজ পার্টি করা মালিক যতক্ষণ না কাছাকাছি এক খেলনার দোকানে রোবোটিক সান্তাক্লজ না পেয়েছিল, বিভ্রান্ত অবস্থায় ঘোরাঘুরি করে সেই পবিত্র রাতকে উল্টে জটিল করে তুলছিল। কিন্তু মাদক, যৌনতা, হিংসার পটভূমিতে সেই রোবোটিক সান্তাক্লজ ব্যাপক হত্যাকাণ্ড শুরু করে ক্রিসমাস ইভকে আরও অনেক গুণ ভয়াল, গা ছমছমে করে দেয়।

১০ ১৩
৭. দ্য ব্ল্যাক ফোন - মুক্তি - ২৪ জুন ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - স্কট ডেরিকসন। অভিনয়ে - ইথান হক, মাসোন থামেস, মিগুয়েল মোরা, প্রমুখ। গল্পের সারাংশ - একটা ভয়ঙ্কর ভয় ধরানো দুঃস্বপ্নের ফাঁদ পাতে এক 'সিরিয়াল কিলার'। তার একের পর এক শিকারকে ফাঁদে ফেলার শেষমেশ পরিণতি কিন্তু তাঁর কাছেই আরও বড় ভয়ের হয়ে দাঁড়ায়!

৭. দ্য ব্ল্যাক ফোন - মুক্তি - ২৪ জুন ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - স্কট ডেরিকসন। অভিনয়ে - ইথান হক, মাসোন থামেস, মিগুয়েল মোরা, প্রমুখ। গল্পের সারাংশ - একটা ভয়ঙ্কর ভয় ধরানো দুঃস্বপ্নের ফাঁদ পাতে এক 'সিরিয়াল কিলার'। তার একের পর এক শিকারকে ফাঁদে ফেলার শেষমেশ পরিণতি কিন্তু তাঁর কাছেই আরও বড় ভয়ের হয়ে দাঁড়ায়!

১১ ১৩
৮. স্ক্রিম - মুক্তি - ১৯৯৬-২০২২ (আপাতত)। ভাষা - ইংরেজি। পরিচালক - ভয়ের চলচ্চিত্র সিরিজের প্রথম চারটের পরিচালনা ওয়েস্ট ক্রাভেনের। পরের দুটো ম্যাট বেত্তিনেল্লি এবং ক্রিস্টোফার ল্যান্ডন পরিচালিত। অভিনয়ে - কর্টনি কক্স, ডেভিড আর্কেট, স্কিট উলরিচ, প্রমুখ। গল্পের সারাংশ - শেষ ২৬ বছরে একের পর এক নৃশংস খুনের ঘটনায় যখন এক কালের শান্ত শহর উডসবরো ভয়ে কাঁটা, সে সময় আপাতত সর্বশেষ ছবিতে আবির্ভূত হয়েছে ভূতের মুখোশ পরা এক নতুন খুনী। 'ঘোস্টফেস' নামে পরিচিত সেই খুনীর লক্ষ্যবস্তু এক হাইস্কুলের ছাত্র, যে কিনা তার মায়ের হত্যা-বার্ষিকীতে বন্ধুদের নিয়ে এক প্রতিশোধের পরিকল্পনা আঁটছে! সবমিলিয়ে গায়ের রোম খাড়া হয়ে ওঠার মতো ভয়ের সিনেমা।

৮. স্ক্রিম - মুক্তি - ১৯৯৬-২০২২ (আপাতত)। ভাষা - ইংরেজি। পরিচালক - ভয়ের চলচ্চিত্র সিরিজের প্রথম চারটের পরিচালনা ওয়েস্ট ক্রাভেনের। পরের দুটো ম্যাট বেত্তিনেল্লি এবং ক্রিস্টোফার ল্যান্ডন পরিচালিত। অভিনয়ে - কর্টনি কক্স, ডেভিড আর্কেট, স্কিট উলরিচ, প্রমুখ। গল্পের সারাংশ - শেষ ২৬ বছরে একের পর এক নৃশংস খুনের ঘটনায় যখন এক কালের শান্ত শহর উডসবরো ভয়ে কাঁটা, সে সময় আপাতত সর্বশেষ ছবিতে আবির্ভূত হয়েছে ভূতের মুখোশ পরা এক নতুন খুনী। 'ঘোস্টফেস' নামে পরিচিত সেই খুনীর লক্ষ্যবস্তু এক হাইস্কুলের ছাত্র, যে কিনা তার মায়ের হত্যা-বার্ষিকীতে বন্ধুদের নিয়ে এক প্রতিশোধের পরিকল্পনা আঁটছে! সবমিলিয়ে গায়ের রোম খাড়া হয়ে ওঠার মতো ভয়ের সিনেমা।

১২ ১৩
৯. স্পিক নো এভিল - মুক্তি - ১৭ মার্চ ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - ক্রিস্টিয়ান তাফদ্রুপ। অভিনয়ে - সিডসেল কখ, মোর্টেন বুবিয়ান, করিনা স্মুলডার্স, প্রমুখ। গল্পের সারাংশ - টাস্কানিতে ছুটি কাটাতে এসেছে দু'টি পরিবার। একটা ডেনিশ, অন্যটা ডাচ। দ্রুত বন্ধুত্ব জমে ওঠে দুই পরিবারের। কয়েক মাস পর মুক্তমনা ডাচ পরিবার রক্ষণশীল ডেনিশ পরিবারকে সপ্তাহান্তের ছুটিতে তাঁদের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করে। সেই নিমন্ত্রণ রাখতে গিয়ে ডেনিশ পরিবার ভয়াল সব ঘটনা আবিষ্কার করে ভয়ে কেঁপে ওঠে!

৯. স্পিক নো এভিল - মুক্তি - ১৭ মার্চ ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - ক্রিস্টিয়ান তাফদ্রুপ। অভিনয়ে - সিডসেল কখ, মোর্টেন বুবিয়ান, করিনা স্মুলডার্স, প্রমুখ। গল্পের সারাংশ - টাস্কানিতে ছুটি কাটাতে এসেছে দু'টি পরিবার। একটা ডেনিশ, অন্যটা ডাচ। দ্রুত বন্ধুত্ব জমে ওঠে দুই পরিবারের। কয়েক মাস পর মুক্তমনা ডাচ পরিবার রক্ষণশীল ডেনিশ পরিবারকে সপ্তাহান্তের ছুটিতে তাঁদের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করে। সেই নিমন্ত্রণ রাখতে গিয়ে ডেনিশ পরিবার ভয়াল সব ঘটনা আবিষ্কার করে ভয়ে কেঁপে ওঠে!

১৩ ১৩
১০. স্মাইল - মুক্তি - ৩০ সেপ্টেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - পার্কার ফিন। অভিনয়ে - সোসি বেকন, কাইল গালনার, কেটলিন স্ট্যাসি, প্রমুখ। গল্পের সারাংশ - রোজ কাটার নামে এক তরুণী মনোবিদ তথা থেরাপিস্ট একজন মানসিক রোগীর উদ্ভট আত্মহত্যা চাক্ষুষ করার পর থেকে ক্রমবর্ধমান ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্য দিয়ে বিশ্বাস করতে আরম্ভ করে যে, সে যা-ই অনুভব করছে, সবই অতিপ্রাকৃত। এবং নিজেও ক্রমশ ভয়ঙ্কর ভয়ের সব কান্ড করতে শুরু করে দেয়!

১০. স্মাইল - মুক্তি - ৩০ সেপ্টেম্বর ২০২২। ভাষা - ইংরেজি। পরিচালক - পার্কার ফিন। অভিনয়ে - সোসি বেকন, কাইল গালনার, কেটলিন স্ট্যাসি, প্রমুখ। গল্পের সারাংশ - রোজ কাটার নামে এক তরুণী মনোবিদ তথা থেরাপিস্ট একজন মানসিক রোগীর উদ্ভট আত্মহত্যা চাক্ষুষ করার পর থেকে ক্রমবর্ধমান ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্য দিয়ে বিশ্বাস করতে আরম্ভ করে যে, সে যা-ই অনুভব করছে, সবই অতিপ্রাকৃত। এবং নিজেও ক্রমশ ভয়ঙ্কর ভয়ের সব কান্ড করতে শুরু করে দেয়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE