গোলাপজল - সৌন্দর্য্য চর্চার এক প্রাচীন ইতিহাস: পুজোর আগে ত্বকের জেল্লা ফেরাতে রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার এখন খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু, আপনি কি জানেন, ভারতীয় উপমহাদেশে এর ব্যবহার শুরু হয় বহু বহু বছর আগে? এটি শুধু সৌন্দর্য্যের উপকরণ নয়, বরং এর রয়েছে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য। সুগন্ধী থেকে শুরু করে রান্নাবান্না, এমনকী ঔষধ হিসাবেও এর ব্যবহার ছিল ব্যাপক। চলুন, জেনে নিই কীভাবে গোলাপ জল ভারতীয় রূপচর্চার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল।