উৎসবের দিন গুনছে বাঙালি। ঢাকে কাঠি পড়ার আর বেশি দেরি নেই। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন আনন্দ অবসরে যদি হঠাৎ ছন্দপতন হয়, আসে বিপদ, তার চেয়ে উদ্বেগের কিছু হয় নাকি? উৎসবের মরসুমে আনন্দের জোয়ারে গা ভাসানোর আগে তাই শরীর নামের যন্ত্রটার খেয়াল রাখা জরুরি। একালের জীবনযাপনে হৃদরোগ একটা বড়সড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু বয়স্করা নন, তরুণদেরও আকছার কাবু করছে এই রোগ। পুজো মানেই প্রচুর ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া। তাই এই সময়ে নিজের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তার জন্য চিনে রাখা ভাল বিপদ সঙ্কেত।