পুজোর দিন মানেই সকাল থেকে রাত পর্যন্ত সেজেগুজে, আলোর মেলায় প্যান্ডেল হপিং। ঘরে ফিরতে ফিরতে শরীর জুড়ে ক্লান্তি নামে, চোখে আসে ঘুম। ইচ্ছে হয়, পোশাকটা কোনও মতে ছেড়ে কেবল বিছানায় গা এলিয়ে দিতে। কিন্তু মন যা চায়, শরীর কি সব সময় তা মেনে চলে? ক্লান্তি যতই হোক, মেকআপ না তুলে ঘুমিয়ে পড়া ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। মনে রাখতে হবে, ত্বকেরও বিশ্রাম দরকার হয়।