পুজো আসার আগে থেকেই শুরু অন্দরসজ্জার হিড়িক। রকমারি আলোর বাহারে সেজে উঠবে আপনার সাধের ঘরদোর। তবে গৃহসজ্জা মানেই কি শুধু শৌখিন জিনিসপত্র এবং হরেক রকম আলো ঘরের আনাচ-কানাচে রেখে দেওয়া! আজ্ঞে না, বরং গৃহসজ্জা শিল্পীদের মতে, আলোর বাহারে কেবল অন্দরমহলকেই নয়, আলোকিত করা উচিত বাড়ির বাইরের দিককেও। চাই শুধু উপযুক্ত আলো আর সামান্য একটু যত্ন। ব্যস, তা হলেই এই পুজোয় আপনার সঙ্গে সঙ্গে আপনার বাড়িও হয়ে উঠবে নজরকাড়া।
বাড়ির বাইরের আলোকসজ্জা বলতেই সবার আগে প্রাধান্য পায় চিরাচরিত টুনি লাইট। অথবা বারান্দাময় আলো করে রাখে চাইনিজ বাল্ব। সেই সব থেকে বেরিয়ে একটু অন্য ধাঁচের আলোকসজ্জার কথা ভাবাই যায় এ বছর। দেখে নেওয়া যাক বাড়ির বাইরের জন্য আর কী কী ধরনের আলো ব্যবহার করা যেতে পারে।
গার্ডেন লাইটস
বাড়িতে ঢোকার মুখ থেকেই শুরু করা যাক। মূল দরজা দিয়ে প্রবেশ করে সামনেই যদি বাগান থাকে, তা হলে গার্ডেন লাইটস্ দিয়ে তাকে সাজিয়ে তুলতে পারেন। এই আলোগুলি পথ বা বাগানের চার পাশে লাগানো হয়।
জলের তলার আলো
এই বাতিগুলি সাধারণত সুইমিং পুল অথবা ফোয়ারার ভিতরে লাগানো হয়। চিন্তা নেই, এগুলি জলরোধক। রাতের অন্ধকারে জলের ভিতরে এই আলোগুলি যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে।
স্টেপ লাইট
ঘরে ঢোকার মুখে যদি সিঁড়িটিকেও স্টেপ লাইট দিয়ে সাজাতে পারেন, তা হলে কেয়া বাত! এটি যেমন অন্ধকারে সিঁড়ি ভাঙতে সাহায্য করবে, তেমনই বাড়িতে আনবে এক ভিন্ন আমেজ।
অ্যাকসেন্ট লাইট
এই বাতিগুলি সাধারণত কোনও বিশেষ আর্টওয়ার্ক বা ওয়াল ডিজাইনে চোখ টানার জন্য ব্যবহৃত হয়ে থাকে। বাড়িতে আসা অতিথিদের নজর আটকাতে বাধ্য!
আপ/ডাউন লাইট
আপ লাইটগুলি বাড়ির একটু নীচের দিকে, বিশেষত মাটির কাছাকাছি লাগানো হয়, যা উপরের দিককে আলোকিত করে। আবার একই ভাবে ডাউন লাইটগুলির কাজ উল্টো। উপরের দিক থেকে নীচের অংশকে উজ্জ্বল করে।
এলইডি স্ট্রিপ লাইট
এই বাতিগুলি খুবই ফ্লেক্সিবল। এলইডি লাইটের এক একটি স্ট্রিপ ছাদের ধার বরাবর অথবা বারান্দার দেওয়ালে লাগালেও মন্দ লাগবে না।
পর্চ সিলিং পেনডেন্ট
বারান্দার শোভা বাড়ায় পর্চ সিলিং পেনডেন্ট। বিভিন্ন আকার এবং ডিজাইনের পেনডেন্ট পাওয়া যায় বাজারে। তার মধ্যে কাচ এবং কাঠের তৈরি পেনডেন্টগুলি বেশ রুচিশীল দেখায়।
ইনগ্রাউন্ড আপলাইটস
এগুলি এক বিশেষ ধরনের আলো, যা কাঠ, ফুটপাথ, নুড়ি বা মাটির মধ্যে বসানো যেতে পারে। দেখে মনে হয় যেন মাটির নীচ থেকে রাস্তা আলোকিত করে চলেছে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।