Advertisement
Durga Puja 2022

অন্দরমহলের সাজবদলে চমক আনতে চোখ থাকুক নজরকাড়া আয়নার সম্ভারে

সেকেলে ডিজাইন থেকে মডার্ন মিনিমালিস্ট কায়দা- পছন্দ মাফিক এবং ঘর সাজানোর থিম অনুযায়ী পুজোর আগে কিনে নিতে পারেন নানা রকমের আয়না।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৬
Share: Save:
০১ ১০
 উপলক্ষে কিংবা স্রেফ অকারণেই বাড়ির ভোল পাল্টে ফেলতে কার না ভাল লাগে! বিশেষত উপলক্ষ যখন দুর্গা পুজো, তখন অন্য রকম ভাবে ঘর সাজিয়ে অতিথিদের তাক লাগিয়ে দেওয়ার আকর্ষণই আলাদা। আসবাবপত্র কেনাকাটার পাশাপাশি, ঘর সাজানোর জন্য বেছে নিতে পারেন ভিন্ন স্বাদের কিছু টুকিটাকি।

উপলক্ষে কিংবা স্রেফ অকারণেই বাড়ির ভোল পাল্টে ফেলতে কার না ভাল লাগে! বিশেষত উপলক্ষ যখন দুর্গা পুজো, তখন অন্য রকম ভাবে ঘর সাজিয়ে অতিথিদের তাক লাগিয়ে দেওয়ার আকর্ষণই আলাদা। আসবাবপত্র কেনাকাটার পাশাপাশি, ঘর সাজানোর জন্য বেছে নিতে পারেন ভিন্ন স্বাদের কিছু টুকিটাকি।

০২ ১০
আয়না হল এমনই এক ঘর সাজানোর উপকরণ, যা দিয়ে খুব সহজেই ঘরের রূপ বদলে ফেলা যায়। সেকেলে ডিজাইন থেকে মডার্ন মিনিমালিস্ট কায়দা- পছন্দ মাফিক এবং ঘর সাজানোর থিম অনুযায়ী পুজোর আগে কিনে নিতে পারেন নানা রকমের আয়না। দেখে নিন কত ধরনের আয়না দিয়ে করতে পারেন অন্দরসজ্জা।

আয়না হল এমনই এক ঘর সাজানোর উপকরণ, যা দিয়ে খুব সহজেই ঘরের রূপ বদলে ফেলা যায়। সেকেলে ডিজাইন থেকে মডার্ন মিনিমালিস্ট কায়দা- পছন্দ মাফিক এবং ঘর সাজানোর থিম অনুযায়ী পুজোর আগে কিনে নিতে পারেন নানা রকমের আয়না। দেখে নিন কত ধরনের আয়না দিয়ে করতে পারেন অন্দরসজ্জা।

০৩ ১০
মিনিমালিস্ট আয়নায় আসুক নতুনত্বের ছোঁয়া:  বসার ঘরে সোফাসেটের সঙ্গে লাগোয়া দেওয়ালে রাখতে পারেন মিনিমালিস্ট ধাঁচের আয়না। সাধারনত প্যাস্টেল রঙের সোফাসেটের সঙ্গে বা হাল্কা গোলাপি, বেইজ জাতীয় রঙের দেওয়ালের সঙ্গে ম্যাচ করে কিনে নিতে পারেন ধাতব কিংবা বাঁশ জাতীয় কাঠের গোল, আয়তাকার মিনিমালিস্ট আয়না। এগুলি ব্যবহার করলে ছোট ঘরকেও বড় মনে হয়।

মিনিমালিস্ট আয়নায় আসুক নতুনত্বের ছোঁয়া: বসার ঘরে সোফাসেটের সঙ্গে লাগোয়া দেওয়ালে রাখতে পারেন মিনিমালিস্ট ধাঁচের আয়না। সাধারনত প্যাস্টেল রঙের সোফাসেটের সঙ্গে বা হাল্কা গোলাপি, বেইজ জাতীয় রঙের দেওয়ালের সঙ্গে ম্যাচ করে কিনে নিতে পারেন ধাতব কিংবা বাঁশ জাতীয় কাঠের গোল, আয়তাকার মিনিমালিস্ট আয়না। এগুলি ব্যবহার করলে ছোট ঘরকেও বড় মনে হয়।

০৪ ১০
 অ্যান্টিক মেহগনি কাঠের আয়নায় অন্দরসজ্জা: অনেকেই সাবেক ধাঁচে বাড়ি সাজাতে পছন্দ করেন। বিশেষত পুজোর সময়ে ঘরকে নতুন সাজে সাজাতে তার জুড়ি নেই। সে ক্ষেত্রে অ্যান্টিক পালিশের মেহগনি কাঠের আয়নায় ঘর সাজাতে পারেন। বাড়িতে ঢোকার দরজার পাশে কিংবা শোওয়ার ঘরে মেহগনির পুরোনো ধাঁচের নকশা করা আয়না- ঘরের অন্দরসজ্জা বেমালুম পাল্টে যাবে!

অ্যান্টিক মেহগনি কাঠের আয়নায় অন্দরসজ্জা: অনেকেই সাবেক ধাঁচে বাড়ি সাজাতে পছন্দ করেন। বিশেষত পুজোর সময়ে ঘরকে নতুন সাজে সাজাতে তার জুড়ি নেই। সে ক্ষেত্রে অ্যান্টিক পালিশের মেহগনি কাঠের আয়নায় ঘর সাজাতে পারেন। বাড়িতে ঢোকার দরজার পাশে কিংবা শোওয়ার ঘরে মেহগনির পুরোনো ধাঁচের নকশা করা আয়না- ঘরের অন্দরসজ্জা বেমালুম পাল্টে যাবে!

০৫ ১০
ধাতব ফ্রেমের মডার্ন আয়নায় সাজুক ঘর:  ছোট ঘরে শহুরে অন্দরসাজের চিন্তাভাবনা এখন খুবই পাল্টে গিয়েছে। বসার ঘর সাজানোর জন্য নতুন ধরনের আসবাবপত্রের সঙ্গে মানানসই আয়না রাখতে পারেন। এ ক্ষেত্রে হাতে তৈরি ধাতব সোনালি রঙের বিভিন্ন জ্যামিতিক আকারের আয়না ব্যবহার করা যায় যেগুলি খুব পছন্দসই দামে পেয়ে যেতে পারেন। বেসিনের সামনেও রাখতে পারেন এই আয়না।

ধাতব ফ্রেমের মডার্ন আয়নায় সাজুক ঘর: ছোট ঘরে শহুরে অন্দরসাজের চিন্তাভাবনা এখন খুবই পাল্টে গিয়েছে। বসার ঘর সাজানোর জন্য নতুন ধরনের আসবাবপত্রের সঙ্গে মানানসই আয়না রাখতে পারেন। এ ক্ষেত্রে হাতে তৈরি ধাতব সোনালি রঙের বিভিন্ন জ্যামিতিক আকারের আয়না ব্যবহার করা যায় যেগুলি খুব পছন্দসই দামে পেয়ে যেতে পারেন। বেসিনের সামনেও রাখতে পারেন এই আয়না।

০৬ ১০
শৌচাগারে থাক মিনিমালিস্টিক ভ্যানিটি আয়না: এই ধরনের আয়না বাঁকানো ধাতব শিটের উপর তৈরি হয়। একাধারে ঘর সাজানো এবং সাজগোজের জন্য একেবারে আদর্শ এই আয়না। বেসিনের উপরে এই আয়না লাগিয়ে আপনার শৌচাগারে নিয়ে আসতে পারেন মিনিমালিস্টিক ছোঁয়া।

শৌচাগারে থাক মিনিমালিস্টিক ভ্যানিটি আয়না: এই ধরনের আয়না বাঁকানো ধাতব শিটের উপর তৈরি হয়। একাধারে ঘর সাজানো এবং সাজগোজের জন্য একেবারে আদর্শ এই আয়না। বেসিনের উপরে এই আয়না লাগিয়ে আপনার শৌচাগারে নিয়ে আসতে পারেন মিনিমালিস্টিক ছোঁয়া।

০৭ ১০
অ্যাবস্ট্রাক্ট আকারের আয়না সিঁড়ির দেওয়ালে:  বিভিন্ন ওয়েবসাইটে সম্প্রতি খুব চাহিদা বেড়েছে কাঠের উপর অ্যাবস্ট্রাক্ট আকারের এবং উজ্জ্বল রঙের আয়নার। বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠার সময়ে দেওয়ালে রাখতে পারেন এই রকম আয়না। আম জাতীয় নরম কাঠ দিয়ে তৈরি, বিভিন্ন রকম আকারের আয়নায় ভেজিটেবিল ডাই দিয়ে হাতে আঁকা ট্রাইবাল নকশা। আপনার বাড়িকে শুধু বোহো ছোঁয়া দেওয়াই নয়, এই আয়না পুরনো দিনের মাত্রা এনে দিতে পারেন আপনার অন্দরসজ্জায়।

অ্যাবস্ট্রাক্ট আকারের আয়না সিঁড়ির দেওয়ালে: বিভিন্ন ওয়েবসাইটে সম্প্রতি খুব চাহিদা বেড়েছে কাঠের উপর অ্যাবস্ট্রাক্ট আকারের এবং উজ্জ্বল রঙের আয়নার। বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠার সময়ে দেওয়ালে রাখতে পারেন এই রকম আয়না। আম জাতীয় নরম কাঠ দিয়ে তৈরি, বিভিন্ন রকম আকারের আয়নায় ভেজিটেবিল ডাই দিয়ে হাতে আঁকা ট্রাইবাল নকশা। আপনার বাড়িকে শুধু বোহো ছোঁয়া দেওয়াই নয়, এই আয়না পুরনো দিনের মাত্রা এনে দিতে পারেন আপনার অন্দরসজ্জায়।

০৮ ১০
আর্ট ওয়ার্কের পরিবর্তে রকমারি আয়না:  ঘর সাজানোর জন্য খুব জনপ্রিয় উপকরণ বিভিন্ন রকম ছবির ব্যবহার। কিন্তু এই পুজোয় অন্দরমহলে নতুনত্ব আনতে বেছে নিতে পারেন নজরকাড়া আয়নার সম্ভার। আর বিভিন্ন জায়গায় সেই আয়না রেখে ঘরের পরিবেশে নিয়ে আসতে পারেন শৈল্পিক ছোঁয়া।

আর্ট ওয়ার্কের পরিবর্তে রকমারি আয়না: ঘর সাজানোর জন্য খুব জনপ্রিয় উপকরণ বিভিন্ন রকম ছবির ব্যবহার। কিন্তু এই পুজোয় অন্দরমহলে নতুনত্ব আনতে বেছে নিতে পারেন নজরকাড়া আয়নার সম্ভার। আর বিভিন্ন জায়গায় সেই আয়না রেখে ঘরের পরিবেশে নিয়ে আসতে পারেন শৈল্পিক ছোঁয়া।

০৯ ১০
রাজকীয় আয়নার সম্ভারে ঘর হোক ঐতিহ্যপূর্ণ: অনেকেই পুজোর আগে ঘরে বাদামি কিংবা ঘন নীল রঙ করতে পছন্দ করেন। তেমন দেওয়ালে অন্য মাত্রা যোগ করতে বসার ঘরে ধাতব কিংবা কাঠের কাজ করা ও সোনালি ফয়েলে মোড়া আয়না ব্যবহার করতে পারেন। এটি দেওয়ালের সঙ্গে মানানসইও হবে এবং আপনার ঘরকে দেবে রাজকীয় মাত্রা।

রাজকীয় আয়নার সম্ভারে ঘর হোক ঐতিহ্যপূর্ণ: অনেকেই পুজোর আগে ঘরে বাদামি কিংবা ঘন নীল রঙ করতে পছন্দ করেন। তেমন দেওয়ালে অন্য মাত্রা যোগ করতে বসার ঘরে ধাতব কিংবা কাঠের কাজ করা ও সোনালি ফয়েলে মোড়া আয়না ব্যবহার করতে পারেন। এটি দেওয়ালের সঙ্গে মানানসইও হবে এবং আপনার ঘরকে দেবে রাজকীয় মাত্রা।

১০ ১০
আপনার ঘরে অন্য রকম চমক আনতে অনলাইনে কিংবা বাজার থেকেই কিনে নিতে পারেন রকমারি আয়নার সম্ভার। পুজোর আগে আপনার সুখী গৃহকোণ হয়ে উঠতে পারে অনন্য সুন্দর!

আপনার ঘরে অন্য রকম চমক আনতে অনলাইনে কিংবা বাজার থেকেই কিনে নিতে পারেন রকমারি আয়নার সম্ভার। পুজোর আগে আপনার সুখী গৃহকোণ হয়ে উঠতে পারে অনন্য সুন্দর!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE