আধুনিক সময়ে আধুনিক অন্দর। তাই ঘরের ক্ষেত্রে আলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত কৃত্রিম আলো। এ দিকে প্রাকৃতিক আলোর উৎসকেও অবহেলা করা যাবে না। বরং তা আরও বেশি সংবেদনশীল। ঘরের প্রতিটি অংশে, আসবাবপত্রের নানা জায়গায় প্রাকৃতিক আলো যাতে আসে, সে দিকে নজর দেওয়া দরকার। আধুনিক আসবাবপত্রের নকশা একেবারেই ছিমছাম। সুতরাং ঘর খুব বেশি ভর্তি হওয়ার সম্ভাবনা কম। তাই প্রাকৃতিক আলোর উৎসর দিকে নজর দিতেই হবে।
কৃত্রিম আলো সৌন্দর্য বাড়ায়, তাই অন্দরের সাজে আলোর ব্যবহার ঘরকে আরও মনোরম করে তুলতে পারে। ‘ওয়ার্ম’ এবং ‘কুল’,এই দু’ধরনের আলো ব্যবহার করা হয় অন্দরসজ্জায়। নিয়ন আলো কিংবা এলইডি-র আলো ঘর এবং মনকে শান্ত করে। আবার কোনও কোনও ক্ষেত্রে উষ্ণ-হলদেটে বা ওয়ার্ম আলোর ব্যবহারে মন ভাল হয়ে যায়, প্রাণশক্তি ফিরে পাওয়া যেন। কোনও ক্ষেত্রে এলইডি ব্যবহার করেও ‘ওয়ার্ম’ আলো ব্যবহার করা যায়। তবে এখন হ্যালোজেন ব্যবহার করা হয় না। ঘরের বিশেষ কিছু জায়গা, যেটা আলো দিয়ে সাজিয়ে তুললে দারুণ লাগতে পারে, সেই জায়গাগুলোকে স্পট লাইট, আপ কিংবা ডাউন লাইট, স্টিপ লাইট— এসব দিয়ে আলোকোজ্জ্বল করে তোলা হয়।
আলোর ব্যবহারে এবং আলোর রঙে জীবনের অনুভূতি মিশে থাকে। বসার ঘরে বা ডাইনিং রুমে তাই ‘ওয়ার্ম লাইট’ দরকার হয়, কিন্তু শোওয়ার ঘরে ‘কুল লাইট’ বেশি পছন্দের। খাটে বসে বা স্টাডি টেবিলে বসে বই পড়ার জন্য বা অন্য কোনও কাজ করার জন্য ‘স্পট লাইট’ কিংবা ‘ওয়াল মাউন্টেড লাইট’ লাগালেই চলে।