Keep Fish Tank in the Right Direction at Home for Prosperity and Good Luck on Puja Days dgtl
Vastu Tips for Aquarium Placement
বাস্তু মতে অ্যাকোয়ারিয়াম রাখুন সঠিক স্থানে, পুজোর দিনে শুভ হোক মাছেদের বাসা
বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখার চল নতুন নয়। বাঙালি সংসারে মাছ মানেই ভোজন নয় শুধু, ঘর সাজাতেও এর প্রতি আলাদা টান আছে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
১। বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখার চল নতুন নয়। বাঙালি সংসারে মাছ মানেই ভোজন নয় শুধু, ঘর সাজাতেও এর প্রতি আলাদা টান আছে। বিশেষত দুর্গাপুজোর সময়ে শোভা আর ইতিবাচক শক্তি বৃদ্ধির লক্ষ্যে অনেকেই ঘরে অ্যাকোয়ারিয়াম রাখেন।
০২১২
২। বাস্তু মতে অ্যাকোয়ারিয়াম মানে ঘরে শান্তি ও সমৃদ্ধির প্রতীক। জলের মধ্যে নড়াচড়া করা মাছ সংসারে একরাশ ইতিবাচক শক্তি বয়ে আনে।
০৩১২
৩। অ্যাকোয়ারিয়াম রাখার সেরা দিক হল ঘরের উত্তর বা পূর্ব কোণ। এই দিকগুলিতেই থাকে আর্থিক উন্নতির সম্ভাবনা।
০৪১২
৪। বসার ঘরের উত্তর-পূর্ব কোণ সবচেয়ে শুভ। অতিথি এলেই নজর যাবে সেখানে, আর জীবন্ত মাছেরা সংসারে এনে দেবে প্রাণবন্ত ছোঁয়া।
০৫১২
৫। শোওয়ার ঘর বা রান্নাঘরে কখনও অ্যাকোয়ারিয়াম রাখা উচিত নয়। শোওয়ার ঘরে রাখলে ঘুমের ব্যাঘাত হতে পারে। রান্নাঘরে রাখলে সংসারের সম্প্রীতি কমে বলে বাস্তু শাস্ত্রের বিশ্বাস।
০৬১২
৬। বাঙালি বাড়িতে পুজোর দিন নতুন জিনিস আনার রেওয়াজ আছে। সেই সময়ে অ্যাকোয়ারিয়াম আনলে শুভ হয় বলেই মনে করেন অনেকে।
০৭১২
৭। বাড়ির দক্ষিণ দিক অ্যাকোয়ারিয়ামের জন্য একেবারেই নয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি বাড়তে পারে।
০৮১২
৮। জলের পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। ময়লা বা ঘোলা জল সংসারে নেতিবাচক প্রভাব আনে বলে বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ।
০৯১২
৯। অ্যাকোয়ারিয়ামে সক্রিয় মাছ রাখা দরকার। মৃত বা অসুস্থ মাছ কখনও দীর্ঘদিন রাখা উচিত নয়।
১০১২
১০। পুজোর আলো আর ধূপের ঘ্রাণের মধ্যে যখন মাছেদের সাঁতার কাটতে দেখা যায়, তখন ঘরের পরিবেশে এক অন্য রকম প্রশান্তি তৈরি হয়।
১১১২
১১। অ্যাকোয়ারিয়ামের চার পাশে সব সময়ে উজ্জ্বল আলো থাকা উচিত। ঘর অন্ধকার হলে এর ইতিবাচক প্রভাব কমে যায়।
১২১২
১২। শারদীয়ার দিনগুলোতে অ্যাকোয়ারিয়াম শুধু ঘরসজ্জার অঙ্গ নয়, সংসারে মঙ্গল আবাহনের এক অদৃশ্য সঙ্গী হয়ে ওঠে। মাছেদের অনবরত ভেসে বেড়ানো যেন মনে করিয়ে দেয়— জীবনের গতি কখনও থেমে থাকে না। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।