Vastu Tips to Bring Happiness and Prosperity to Your Home dgtl
Pre-Durga Puja Home Decor
পুজোর আগে ঘর সাজাচ্ছেন? সংসারে সমৃদ্ধি আনতে মাথায় রাখুন এই বাস্তু টিপ্স
ঘরে সুখ, সমৃদ্ধি ফেরাতে চান? তাহলে পুজোর আগে ঘর সাজানোর সময় মাথায় রাখুন এই টিপ্সগুলি।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পুজোর আগে অনেকেই ঘর সাজান, বাড়িকে একটা নতুন রূপ দেন। তবে এ বার সেই কাজ করার আগে সংসারে সুখ এবং শান্তিকে স্থায়ী করতে এই বাস্তু টিপ্স মাথায় রাখুন।
০২১০
সুখী গৃহকোণ পেতে চাইলে ঠাকুর ঘর বা সিংহাসন রাখুন উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ বা উত্তর দিকে। এই দিকে মুখ করে বসে পুজো করলে ঘরে ইতিবাচক শক্তি আসে।
০৩১০
ঠাকুরের সিংহাসন কখনই দক্ষিণ দিকে রাখা উচিত নয়। ঠাকুর ঘর সিঁড়ির নিচে বা বাথরুমের কাছেও করা উচিত নয়।
০৪১০
শোয়ার ঘরের জন্য সেরা দিক হল দক্ষিণ পশ্চিম কোণ। শিশুদের শোয়ার ঘর উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত। উত্তর পূর্ব বা ঈশান কোণে কখনই শোয়ার ঘর বানাবেন না।
০৫১০
শোয়ার ঘরের দরজা উত্তর, পূর্ব বা পশ্চিম দিকে হওয়া উচিত। শোয়ার সময় মাথা দক্ষিণ বা পূর্ব দিকে রেখে শোয়া উচিত।
০৬১০
ঘরে আলমারি কোন দিকে রাখছেন তার উপরেও কিন্তু নির্ভর করে ঘরের সুখ-সমৃদ্ধি। বাস্তু টিপ্স মেনে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে আলমারি রাখা উচিত। আলমারির দরজা যেন উত্তর বা পূর্ব দিকে খোলে। দক্ষিণ পশ্চিম কোণ সঞ্চয়ের দিক। তাই এদিকেই আলমারি রাখা উচিত।
০৭১০
রান্নাঘরের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যাতে আগুন এবং জল পাশাপাশি না থাকে। বাড়ির দক্ষিণ পূর্ব দিক হল অগ্নির দিক, তাই এদিকে গ্যাস রাখা বা রান্নাঘর বানানো উচিত। উত্তর, উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর বানানো উচিত নয়।
০৮১০
রান্নাঘরে সিঙ্ক বা জল উত্তর পূর্ব দিকে রাখা উচিত। খেয়াল রাখবেন রান্না ঘরের পাশে যেন বাথরুম না থাকে।
০৯১০
বাড়ির মূল দরজা পূর্ব, উত্তির বা উত্তর পূর্ব দিকে হলে তা শুভ। মূল দরজার উপর পঞ্চমুখী হনুমানের ছবি রাখতে পারেন, এতে সমস্ত বাধা, সমস্যা দূর হয়।
১০১০
এছাড়া ঘরে সুখ শান্তি বজায় রাখতে কচ্ছপ, ময়ূর পালক রাখতে পারেন। এছাড়া সৌভাগ্য ফেরাতে স্ফটিক শ্রীযন্ত্র রাখতে পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)