বুদ্ধ মূর্তি সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। তবে, তা বাড়িতে রাখতে হলে জানতে হবে সঠিক স্থানের হদিশ।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ২০:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বাড়িতে বুদ্ধ মূর্তি থাকলে, তা যদি বাস্তুশাস্ত্র মেনে সঠিক ভাবে স্থাপন করা হয়, তা হলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। জেনে নিন কোথায় ও কী ভাবে বুদ্ধ মূর্তি রাখলে আপনার বাড়িতে সুখ-সমৃদ্ধির আগমন ঘটবে।
০২১০
বাস্তু মতে, বুদ্ধ মূর্তি স্থাপনের সেরা দিক হল পূর্ব দিক বা উত্তর-পূর্ব কোণ। এই দিকগুলি ইতিবাচক শক্তি আকর্ষণ করে। এটি বাড়িতে সুখ, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে।
০৩১০
বসার ঘরের প্রধান আকর্ষণ হিসাবে বুদ্ধ মূর্তি রাখতে পারেন। এমন জায়গায় রাখুন, যেখানে এটি সহজেই চোখে পড়ে এবং অতিথিদের নজর কাড়ে। এটি বাড়িতে এক শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করবে।
০৪১০
বাড়ির মূল প্রবেশদ্বারে বুদ্ধ মূর্তি স্থাপন করলে তা নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং পরিবারে শান্তি নিয়ে আসে। মূর্তিটি এমন ভাবে রাখুন যেন তার মুখ বাড়ির ভিতরের দিকে বা বসার ঘরের দিকে থাকে।
০৫১০
ধ্যানরত বুদ্ধের মূর্তি বাড়িতে স্থিরতা বজায় রাখে। এই ধরনের মূর্তি ঠাকুরঘর বা ধ্যান করার জায়গায় রাখা সবচেয়ে ভাল। এটি মন শান্ত রাখতে সাহায্য করে।
০৬১০
লাফিং বুদ্ধের মূর্তি সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। এটি বসার ঘরের মূল প্রবেশদ্বারের দিকে মুখ করে রাখলে বাড়িতে শুভ শক্তি প্রবেশ করে।
০৭১০
স্টাডি রুমে বা কর্মক্ষেত্রে বুদ্ধ মূর্তি রাখলে তা মনোযোগ বৃদ্ধি করে এবং মনকে শান্ত রাখে। এটি কর্মক্ষেত্রে সাফল্যের পথ খুলে দেয়। পড়াশোনার টেবিলের উপরে বা তার কাছে মূর্তিটি রাখুন।
০৮১০
ভুল জায়গায় বুদ্ধ মূর্তি রাখলে তার শুভ ফল কমে যেতে পারে। রান্নাঘর, শৌচাগার বা সিঁড়ির নীচে কখনওই বুদ্ধ মূর্তি রাখবেন না। এ ছাড়া, শয়নকক্ষে এটিকে রাখা এড়িয়ে চলা উচিত। কারণ তা শ্রদ্ধার বদলে অবমাননার সামিল।
০৯১০
বুদ্ধ মূর্তি রাখার স্থানটি সব সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্থানটি নোংরা বা আবর্জনামুক্ত থাকলে এর ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। নিয়মিত ধুলো ঝেড়ে তা পরিষ্কার রাখুন।
১০১০
বুদ্ধের মূর্তি কোন ধাতু বা উপকরণ দিয়ে তৈরি, তা-ও গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধাতু, বিশেষত ব্রোঞ্জের মূর্তি খুব শুভ বলে বিবেচিত হয়। মাটির বা কাঠের মূর্তি রাখলেও তা সমান ভাবে শুভ। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )