পুজো মানেই আনন্দ, পুজো মানেই নতুন করে উদ্যাপন। এই সময়ে সাজগোজ, ঘোরাফেরা তো আছেই, তবে তার একটা বড় অংশ জুড়ে থাকে পেটপুজো। বন্ধু বা আত্মীয়ের বাড়ি যাওয়া-আসা, সেখানে ভূরিভোজ, অথবা নিজের বাড়িতে অতিথি আপ্যায়ন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকে রান্নাঘর। পাশাপাশি পুজো মনে কাছের মানুষের উপহারে ভরিয়ে দেওয়াও বটে। আজকাল অনেকেই ভাবছেন একটু আলাদা ভাবে উপহার দেওয়া যায় কি না। রান্নাঘরের গ্যাজেটই হয়ে উঠছে সেই চমক—যা ব্যবহারও হবে, আবার উৎসবের আনন্দেও রঙ মেলাবে। তাই আপনাদের জন্য রইল বেশ কিছু আকর্ষণীও উপহারযোগ্য ‘কিচেন গ্যাজেটস’-এর সম্ভার।