দীপাবলি ও দেব দীপাবলির মধ্যে ফারাক কোথায়? আপনি কি জানেন?
বছরের কোন সময়ে, কোন কোন তিথিতে পালিত হয় এই দুই আলোর উৎসব?
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৪:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
প্রথা অনুসারে, ভারতবর্ষে দু'টি প্রধান আলোর উৎসব পালিত হয়। একটি হল - সাধারণ 'দীপাবলি' বা কালীপুজো এবং অন্যটি হল - 'দেব দীপাবলি'।
০২১০
সাধারণ দীপাবলি প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। এটিই হল মূল আলোর উৎসব। এই দিন লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। প্রধান বার্ষিক কালীপুজোও এই সময়ে আয়োজিত হয়।
০৩১০
অন্য দিকে, দেব দীপাবলি ঠিক তার ১৫ দিন পর পালিত হয়। অর্থাৎ - এটি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। একে 'দেবতাদের দীপাবলি' বলা হয়।
০৪১০
এ বছর - অর্থাৎ - ২০২৫ সালে সাধারণ দীপাবলি পালিত হবে ২০ অক্টোবর, সোমবার। এই দিন রাতেই অমাবস্যা তিথি থাকবে।
০৫১০
অন্য দিকে, এ বছর - অর্থাৎ - ২০২৫ সালে দেব দীপাবলি পালিত হবে ৫ নভেম্বর, বুধবার। এই দিনটি কার্তিক পূর্ণিমা তিথি।
০৬১০
সাধারণ দীপাবলির প্রধান তাৎপর্য হল - অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়ের ধারণা উদযাপিত করা।
০৭১০
কিন্তু, দেব দীপাবলি উৎসবটি দেবাদিদেব মহাদেবের বিজয় স্মরণ করে পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনেই শিব ত্রিপুরাসুর নামক অসুরকে বধ করেছিলেন।
০৮১০
সাধারণ দীপাবলি উৎসব ভারতজুড়ে ঘরে ঘরে এবং বিভিন্ন মন্দিরে পালিত হয়। এটি একটি পারিবারিক এবং সামাজিক উৎসব।
০৯১০
দেব দীপাবলির মূল আকর্ষণ হল - বারাণসী বা কাশী। এই দিন বারাণসীর সমস্ত ঘাটে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হয়।
১০১০
সাধারণ দীপাবলিতে আতশবাজি পোড়ানো ও মিষ্টি বিতরণ করা হয়। আর, দেব দীপাবলিতে ভক্তরা গঙ্গায় দীপদান করেন এবং গঙ্গা আরতি দেখেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।