রহস্যের হাতছানি: কলকাতা থেকে কার্শিয়াং - পরিচিত ভূতুড়ে জায়গাগুলির বাইরেও এই বাংলায় এমন কিছু স্থান আছে, যাদের ভৌতিক 'খ্যাতি' হয়তো ততটা প্রচারিত নয়। কিন্তু তাদের রহস্যে ঘেরা, গা ছমছমে নানা কাহিনি আজও স্থানীয়দের মুখে মুখে ফেরে! রইল পশ্চিমবঙ্গের এমন পাঁচটি কম আলোচিত 'হন্টেড প্লেস' বা ভূতুড়ে স্থানের হালহদিস। যেখানে রাত নামলেই নামে ভয়, শোনা যায় ইতিহাসের চাপা দীর্ঘশ্বাস!
কাশিমবাজার রাজবাড়ি (মুর্শিদাবাদ): এক কালের জাঁকজমকপূর্ণ এই কাশিমবাজার রাজবাড়ি আজ তার অতীত জৌলুসের ছায়া মাত্র। এর পরিচিতি মূলত রাজ পরিবারের অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও মর্মান্তিক মৃত্যুর কাহিনি ঘিরে। প্রচলিত কাহিনি অনুযায়ী, রাজবাড়ির এক রানিকে ব্রিটিশ আমলে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস, সেই রানির অতৃপ্ত আত্মা আজও এই পুরনো প্রাসাদের অলিন্দে ঘুরে বেড়ায়! সন্ধ্যার পর সেখান থেকে নাকি ভেসে আসে নারীকণ্ঠে গোঙানির শব্দ!