Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Kali Puja Myths and Facts

মা কালীর ভয়ঙ্কর সন্তান মাসান ঠাকুর! এই প্রেত দেবতার কোপে পড়লে কী হয়?

মাসান ঠাকুর। রাজবংশীদের বিশ্বাস, কালীর আঠেরো সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান মাসান। তাঁর জন্মবৃত্তান্ত, তাঁর রূপ, তাঁর প্রকার, তাঁর কোপে পড়লে যা যা হয়, সবটা শুনলেই শিহরণ লাগে!

তমোঘ্ন নস্কর
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৭:৩৭
Share: Save:

মা কালীকে ঘিরে খানিক লৌকিক কথা বলা যাক। জানি মায়ের এক ভয়ঙ্কর লৌকিক সন্তানের কথা, যাঁকে তুষ্ট না রাখলে, সাড়ে সর্বনাশ।

মায়ের মতোই সেই সন্তানও পুজো পান মঙ্গল, শনিবার অথবা অমাবস্যায়।

তিনি আর কেউ নন, উত্তরবঙ্গের অন্যতম লৌকিক দেবতা ‘মাসান ঠাকুর’। যাঁকে প্রেত দেবতা বা অপদেবতা জ্ঞানেও পুজো করা হয়। মূলত, ভাদ্র মাসে তাঁর পুজো হয়। এ ছাড়াও সারা বছর এমনকি দীপান্বিতা অমাবস্যায় কোথাও কোথাও তিনি পূজা পান।

মাসানের জন্মকথা

‘‘নাচিতে নাচিতে কালী, / চুইয়া পড়ে ঘাম,/ তাতে সৃষ্টি হইল,/ এ জলা মাসান।’’

রাজবংশীদের লোকবিশ্বাস বলে, স্নানরতা প্রকৃতি বা মা কালীকে দেখে ধর্মরাজ বা ধর্মঠাকুর উত্তেজিত হয়ে পড়েন, ধাতুর স্খলন হয় নদীতে এবং সেই নদীতেই মাসান দেবতার জন্ম হয়। তাই অনেক ক্ষেত্রেই মাছ তাঁর সহচর।

কোচবিহারে রাজবংশী জনগোষ্ঠীর একাংশ বিশ্বাস করে, কালীর আঠেরো সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান মাসান। আর ধর্মঠাকুর হলেন বাস্তুর দেবতা। স্থাবরজঙ্গমাদি সব তাঁর। খুব সোজা ভাবে বললে, জীবিতের পালনীয় কর্তব্য ও ধর্মের ধারক তিনি। এক সর্বোত্তম দেব।

ভাদ্রমাসের শনিবার মাসান ঠাকুরের জন্ম। জলে জন্ম, তাই ধাই মা মাসানের নাড়ীকুন্ডলী জলে ফেলে দেয়। সেখান থেকে কলমি শাকের জন্ম হয়। রাজবংশীদের একাংশ মাসান বাবাকে সম্মান জানাতে ভাদ্র মাসে কলমিশাক খান না। এ প্রসঙ্গে একটি ছড়া বিশেষ ভাবে প্রচলিত—

‘‘ভাদর মাসে কলমু শাকে যে বা জন খায়।/ মাসানের নাড়ি সে অবশ্য চবায়।’’

চরিত্র চিত্রণ

মাসান দেবতা সর্বক্ষেত্রেই বিকট দর্শন। তবে এক এক জায়গায় তাঁর রূপ এক এক ভাবে প্রতিফলিত।

কোথাও বুকেই চোখ, মুখ, প্রলম্বিত জিহ্বা। কোথাও ইয়া ভুঁড়ি, ক্রুড় দৃষ্টি। কোথাও মৎস পৃষ্ঠে আসীন। কোথাও শূকর পৃষ্ঠে। তাঁর পুজোয় ভক্তির চেয়ে ভয় ও তুষ্টির দিকে লক্ষ থাকে বেশি। মোট আঠেরো প্রকার মাসান পুজো পান এই বঙ্গে। প্রত্যেকের ক্ষেত্রেই যেটা লক্ষ করা যায়, তা হল কেউ অপরাধ বা অন্যায় করলে বা তাদেরকে একা বাগে পেলে মাসান তাদের ধরেন বা তাদের উপর ভর করেন। দিন বা রাত, নিঝুম দুপুর বা ভর সন্ধ্যাবেলা নজরে পড়ে গেলেই হল।

এ বার নানা মাসানের প্রকার বলি।

১. বাড়ি কা মাসান— লোকালয়ের বাঁশবন বা জঙ্গলে বাস করেন।

২. তিসিলা মাসান— জলে বাস করেন।

৩. ঘাটিয়া মাসান— নদী বা পুকুরের ঘাটে থাকেন।

৪. চুঁচিয়া মাসান— মাঠে/ঘাটে থাকেন।

৫. চালান মাসান— পথ পার্শ্ববর্তী গাছে বাস করেন।

৬. বহিতা মাসান— ভেলা নষ্ট হলে যে সব কলা গাছ জলে ভেসে যায় সে গুলিতে বাস করেন এবং ভুলক্রমে সেই কলাগাছে স্পর্শ করলে বা পা দিলে ভর করেন।

৭. কাল মাসান— শ্মশানে বাস করেন।

৮. কুহুলিয়া মাসান— এই মাসান গাছে বাস করেন এবং কোকিলের মতো ডাকেন এবং সেই ডাকে সাড়া দিলে মানুষের বিপদ আসে।

৯. নাঙ্গা মাসান— সর্বদা উলঙ্গ থাকে। একে দর্শন মাত্রই মানুষের মৃত্যু হয়।

১০. বিষুয়া মাসান— ভর করলে মানুষের সর্বাঙ্গে বিষময় বেদনা হয়।

১১. ওবুয়া মাসান— ভর করলে রোগী কেবল বমি করে।

১২. শুকনা মাসান— ভর করলে রোগী শীর্ণ হতে থাকে।

১৩. ভুলা মাসান— মাঠে বাস করেন। রাত্রে পথ ভোলান।

১৪. ড্যামশা মাসান – ঘন বনে বাস করেন।

১৫. অঙ্গিয়া মাসান— অর্থাৎ রঙ্গিয়া বা বহুরূপী মাসান।

১৬. ছলনার মাসান— যিনি ছলনা করে পথভ্রষ্ট করেন।

১৭. ন্যাড়া মাসান— এই মাসানের চেহারা শীর্ণকায় ন্যাড়া বালকের মতো।

১৮. কলি মাশান— গ্রামের মধ্যেই নির্জনে থাকেন। অনেক বেশি ক্ষতিকর।

মাসান আক্রান্ত ব্যক্তি উনুনের মাটি, কাঠকয়লা, দেওয়ালের কাঁকড় আঁচড়ে খান। প্রস্রাবে নিয়ন্ত্রণ থাকে না। ঘুম এলেই বিকট মাছ ধরার স্বপ্ন দেখেন, এই ভাবেই রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। মাসানের কোপ দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আক্রান্তের বাড়ির লোক শনি বা মঙ্গলবারে কিম্বা অমাবস্যায় বাবার থান বা মন্দিরে গিয়ে বড় করে বাবাকে পুজো দান করে।

পুজোর উপকরণও অদ্ভুত! চালভাজা, সাটিমাছ পোড়া, ঝাঁটার কাঠি, কলা, দুধ ও ঘি। সব শেষে মা কালীর লৌকিক সন্তান মাসান বাবার তুষ্ট মন্ত্র দিয়েই এই প্রতিবেদনের ইতি টানব—

‘‘নমঃ নমঃ মাসান দেব, / নমঃ কালী পুত্র, / কৃষ্ণ আদেশ পায়া , / তোককরিম যে তুষ্ট।’’

ঋণ: উত্তরবঙ্গে রাজবংশী ক্ষত্রিয় জাতির পূজা-পার্বণ (গিরিজাশংকর রায়), রাজবংশীস্‌ অব নর্থ বেঙ্গল (চারুচন্দ্র সান্যাল), উত্তরবঙ্গ প্রবাসের ক্ষেত্রসমীক্ষা

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

অন্য বিষয়গুলি:

Kali Puja 2023 Myths and Facts Diwali 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE