ভূতের এত বাহার কেবল বঙ্গদেশেই সম্ভব। পরশুরামের লেখা ‘ভূষণ্ডীর মাঠে’-তে দেখা মিলেছিল হরেক রকম ভূতের। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়দের দৌলতে ছোটবেলাতেই বঙ্গসন্তানদের সঙ্গে ভূতেদের দোস্তি গড়ে ওঠে। সিনেমায় বাঙালি ভূতকে রাজা হিসাবে দেখেছে যেমন, আবার ভূতেদের বাসস্থানের সমস্যাও উঠে এসেছে পর্দায়। খাঁটি বাঙালি ভূতেরা, যাঁরা বইয়ের পাতায়, গ্রাম-বাংলার লোককাহিনিতে আজও বিরাজ করেন, তাঁদের চেনেন?