সমাজমাধ্যম আর ট্রোলিংয়ের যুগে প্রায়শই ধুয়ো ওঠে। বাদানুবাদের তর্ক নয়, বরং একপেশে, একহারা মন্তব্য দ্বারা ধরাশায়ী করা হয় বিপরীত তত্ত্বকে। অথচ দর্শনের গভীরে যে তত্ত্ব ও বোধ লুকিয়ে থাকে, তা সেই গভীরেই থেকে যায়। রইল সে রকমই এক তত্ত্বের কথা, যাকে নিয়ে মাঝেমধ্যেই ঘুর্ণিঝড় ওঠে– “কালীর কাছে ধনমান চাস কেনে/ কালী যে তোদের দিগবসনা।” অর্থাৎ, মায়ের কাছে টাকাপয়সা কেন চাস, উনি কী দেবেন? উনি তো নিজেই দিগবসনা অর্থাৎ উলঙ্গ।