কর্মক্ষেত্রে একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন? শেষ মুহূর্তে গিয়ে হাত ফসকে যাচ্ছে কাজ? শত চেষ্টার পরেও পাচ্ছেন না চাকরি? এমনকী বিয়ের ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিচ্ছে? তা হলে সে সব দূর করতে মহাষ্টমীর দিন অর্থাৎ আগামী ৩০ অক্টোবর এই সহজ টোটকাগুলি করুন।
বহু দিন ধরেই চাকরির চেষ্টা করছেন, একের পর এক ইন্টারভিউ দিয়েও চাকরি পাচ্ছেন না? তা হলে মহাষ্টমীর দিন দেবীকে সাদা ফুল এবং নারকেল উৎসর্গ করুন। একই সঙ্গে এই মন্ত্র ১০৮ বার পাঠ করুন: ‘ওম দেবী মহাগৌরায় নমঃ’।
কর্মক্ষেত্রে বাধা দূর করতে চাইলে দেবীকে এক খিলি পান দিন। মনে রাখবেন এই পানে কিন্তু সুপুরি বা চুন থাকবে না।
এ ছাড়াও দেবীর কৃপা পেতে একটি পান পাতা নিন, তাতে জাফরান, আতর এবং ঘি মিশিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এর পর এই পাতায় একটি মৌলি সুতো বাঁধুন, সঙ্গে রাখুন একটি সুপুরি। এই গোটা জিনিসটি অর্পণ করুন দেবীকে।
কর্মক্ষেত্রে সমস্ত বাধা, বিপত্তি দূর করতে চাইলে দেবীকে এ দিন দুধ দিয়ে তৈরি যে কোনও জিনিস যেমন মিষ্টি, পায়েস, দই, ইত্যাদি নিবেদন করুন। পারলে দুঃস্থ, দরিদ্রদের পোশাক এবং সাদা মিষ্টি দিন।
বিয়ে নিয়ে নানাবিধ সমস্যায় ভুগছেন? কথা এগিয়েও বিবাহ হচ্ছে না? তা হলে মহাষ্টমীর দিন স্নান করে দেবীকে লাল ফুল এবং সিঁদুর নিবেদন করুন। একই সঙ্গে এদিন ১০৮ বার পাঠ করুন ‘ওম কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ’।
এ ছাড়াও এ দিন কুমারী মেয়েদের লাল ওড়না এবং খাবার খাওয়ালে বিবাহ নিয়ে নানা সমস্যা দূর হয়।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।