০৭
১৫
বাড়ির সদর দরজার দুই পাশে দু’টি প্রদীপ দিতে হবে।
০৮
১৫
কেউ কেউ বলেন, সেখানে লবঙ্গ রাখাও শুভ।
০৯
১৫
বাড়ির যেখানে জলের ব্যবস্থা রয়েছে, সেখানে অথবা কলতলা বা স্নানঘরের সামনে একটি প্রদীপ দিতে হবে।
১০
১৫
বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ রাখুন।
১১
১৫
বর্তমানে খুব কম জনের ঘরেই মাটির উনুনের ব্যবস্থা আছে। সেই উনুন থাকলে সেখানেও একটি প্রদীপ দিন।
১২
১৫
ঘরের মুখ্য দরজার মাঝে একটি প্রদীপ রাখুন।
১৩
১৫
কারও মতে, তাতে গুড়ও দিতে পারেন সামান্য।
১৪
১৫
প্রদীপ জ্বালানোর পাশাপাশি বলা হয়, বাড়িতে এ দিন ধুনো দেওয়াও শুভ।
১৫
১৫
তাতে অবশ্য দিন সৈন্ধব লবন, নিমপাতা, কালো সর্ষে, লবঙ্গ এবং কর্পূর। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)