Simple Remedies for Wealth Career Growth and Lord Ganeshas Divine Blessings dgtl
Ganesh Chaturthi 2025
কর্মক্ষেত্রে সাফল্য থেকে নতুন চাকরি! গণেশ চতুর্থীতে এই ২ টোটকা করলেই ফল পাবেন হাতেনাতে
জীবনে যাতে কখনও অর্থনৈতিক সমস্যা বা অর্থকষ্টে না পড়তে হয়, তা হলে এই টোটকা করে দেখুন। গণপতি বাপ্পার আশীর্বাদে ফল পাবেন।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৮:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
গণেশকে বলা হয় সিদ্ধিদাতা। মনে করা হয়, তিনি যেমন সমস্ত বাধা বিপত্তিকে দূর করেন, তেমন ভাবেই তিনি সিদ্ধি লাভ করতে, সাফল্য পেতে সাহায্য করেন।
০২১০
জীবনে যাতে কখনও অর্থনৈতিক সমস্যা বা অর্থকষ্টে না পড়তে হয়, এই দুই টোটকা করে দেখুন। গণপতি বাপ্পার আশীর্বাদে ফল পাবেন।
০৩১০
প্রথম টোটকার জন্য গণেশের মূর্তির সামনে একটি পান পাতার উপরে ৫টা গোটা লবঙ্গ রাখুন। আর একটি প্রদীপ জ্বালান।
০৪১০
ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার সামনে বসে বলুন 'ওম গণ গণপতয়ে নমঃ'। ১১ বার মন থেকে এই মন্ত্র পাঠ করুন।
০৫১০
মন্ত্র পাঠ শেষ হলে এই পান পাতা এবং লবঙ্গগুলি আপনার টাকার ব্যাগ অথবা লকারে রেখে দিন। সিদ্ধিদাতার কৃপায় কখনও অর্থাভাব হবে না আপনার।
০৬১০
কর্ম জগতে সাফল্য চান বা নতুন চাকরির চেষ্টা করছেন বর্তমানে? তা হলে এই টোটকা অবশ্যই করে দেখুন। ফল পাবেন।
০৭১০
কী করবেন? একটি গণেশ মূর্তি বসিয়ে তার সামনে একটি মাটির প্রদীপ রাখুন।
০৮১০
এ বার সেই প্রদীপে ৪টি সলতে চার দিকে অর্থাৎ উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ দিকে মুখ করে রাখুন। ঘি অথবা তিলের তেল ব্যবহার করুন প্রদীপে। আর তার চার দিকে কিছু কয়েন রাখুন।
০৯১০
প্রদীপের নীচে একটু হলুদ গুঁড়ো রাখুন। তার পরে প্রদীপ জ্বালিয়ে তার সামনে বসে 'ওম গণ গণপতয়ে নমঃ' বলুন। জানান মনের ইচ্ছার কথাও। প্রদীপটা জ্বলতে দিন।
১০১০
প্রদীপ জ্বলতে জ্বলতে যখন নিভে যাবে, প্রণাম করে ওই কয়েনগুলো নিজের পার্স অথবা অফিসের ডেস্কে রেখে দিন। ফল পাবেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)