Things You Should Not Do or Buy on Dhanteras 2025 dgtl
Dhanteras 2025
ধনতেরসে ভুলেও এই কাজ নয়, সারা বছর ভুগতে হবে অর্থকষ্টে!
ধনতেরসের দিন কিছু জিনিস একে বারেই কেনা উচিত নয়। কিছু জিনিসও এ দিন করাও উচিত নয়। কী সেগুলি চলুন জেনে নেওয়া যাক।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৮:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
ধনতেরসের হাত ধরেই শুভ সূচনা ঘটে কালীপুজোর। দুর্গাপুজোর পরের মন খারাপ দূর করতে সমারোহে পাঁচ দিন ব্যাপী এই উৎসব শুরু হয়। বহু যুগ ধরে ধনত্রয়োদশী দিন নানা জিনিস কেনার চল রয়েছে। কিন্তু ধনতেরসের দিন কিছু জিনিস একে বারেই কেনা উচিত নয়। কিছু জিনিসও এ দিন করাও উচিত নয়। কী সেগুলি চলুন জেনে নেওয়া যাক।
০২১৬
ধনতেরসের দিন ভুলেও তেল কিনবেন না। আগের বা পরের দিন কিনুন, কিন্তু এ দিন, নৈব নৈব চ!
০৩১৬
এই দিনটিতে কালো পোশাক কেনা বা পরা উচিত নয়।
০৪১৬
কোনও ধারালো জিনিস এ দিন একদমই কিনবেন না।
০৫১৬
ধনতেরসের দিন ভুলেও লোহার জিনিস কিনবেন না।
০৬১৬
অনেকে এ দিন স্টিলের বাসন কেনেন। কিন্তু এটি যেহেতু লোহার সঙ্কর ধাতু, তাই অনেকে এড়িয়ে যান।
০৭১৬
কাচের সঙ্গে রাহুর যোগ রয়েছে। তাই ধনতেরসের দিন কাচের জিনিস কিনবেন না।
০৮১৬
ধনতেরসের দিন নিজের বা সংসারের জন্য কিছু কিনলেও কারও জন্য কখনও উপহার কিনবেন না।
০৯১৬
সোনার দাম যেহেতু গগনচুম্বী অনেকেই এ দিন তার বিকল্প হিসেবে নকল সোনা কেনেন। এটি করা উচিত নয়।
১০১৬
চেষ্টা করবেন যাতে ধনতেরসের দিন কারও থেকে ধার না চাইতে হয়। এই দিনে কারও থেকে ঋণ বা ধার নেওয়া অশুভ বলে মনে করা হয়।
১১১৬
খালি মাটির কলস এ দিন না কেনাই ভাল। কিনলেও সেটা কিছু দিয়ে ভরাট করে বাড়ি আনা উচিত।
১২১৬
ভাঙা মূর্তি বা ভাঙা জিনিস কেনা উচিত নয় ধনতেরসে।
১৩১৬
প্লাস্টিকের কোনও জিনিস এ দিন কিনবেন না।
১৪১৬
সন্ধ্যার পর ধনতেরসের দিন কাউকে চিনি দেবেন না। কেবল চিনি নয়, এ দিন কারও হাতে নুন দেওয়াও শুভ নয়।
১৫১৬
ধনতেরসের দিন দুধ, দই কারও থেকে ধার চাইবেন না। নিজেও দেবেন না।
১৬১৬
এমনকী এ দিন দোকান থেকে সূঁচ কিনবেন না। বা কারও থেকে ধার নেবেন না। দেবেনও না। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।