০৭
১৪
দেবতাদের দেওয়া অস্ত্রের মাধ্যমেই নাকি এই বিনাশ সম্ভব হয়েছে।
০৮
১৪
উপরন্তু নেহাত ব্রহ্মা মহিষাসুরকে বর দিয়েছিলেন যে তাঁকে বধ করতে পারবেন না কোনও পুরুষ, তাই নারী হিসেবে দেবী দুর্গার হাতে তাঁর পরাজয় হয়েছে মাত্র।
০৯
১৪
দেবতারা যখন তাঁদের অহংবোধে ডুবে, ঠিক সেই সময়ে তাঁদের সামনে এক যক্ষ আবির্ভূত হন এবং তাঁদের দিকে ছুড়ে দেন একটি তৃণখণ্ড বা ঘাসের টুকরো।
১০
১৪
সেটিকে ধরা তো দূর, কোনও দেবতা তা আটকাতে এবং ধ্বংস পর্যন্ত করতে পারলেন না।
১১
১৪
সামান্য তৃণখণ্ডের জন্য যখন দেবতাদের ধরাশায়ী অবস্থা, তখন সেই দেবতাদের সামনেই যক্ষ রূপান্তরিত হলেন এক নারীমূর্তিতে।
১২
১৪
তিনি চতুর্ভুজা। কী অপরূপ তাঁর রূপ!
১৩
১৪
দেবতাদের অকারণ অহঙ্কারকে ধুলোয় মিশিয়ে দেওয়া এই ‘নারী’ আসলে কে ছিলেন জানেন?
১৪
১৪
স্বয়ং দেবী জগদ্ধাত্রী! (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)