পুজোর বাদ্যি বেজে গেছে, দীর্ঘ অপেক্ষার অবসান শেষে উমা ফিরছে নিজের বাড়ি। তাকে আগমন জানাতে কলকাতা সেজে উঠেছে উৎসবের রঙে। উত্তর থেকে দক্ষিণ, নানা থিমের প্যান্ডেল, চোখ ধাঁধানো আলো, সেই চেনা ভিড়, আট থেকে আশির কোলাহল। প্রতি বছরের মতো ফিরে এল তিলোত্তমাকে ঘিরে সেই উত্তেজনা। তার সঙ্গে ফিরল আনন্দবাজার ডট কম আয়োজিত সেরা সর্বজনীন।
কোন পুজো হবে নজরকাড়া, কোন প্যান্ডেল করবে আকর্ষণ, সেই বিশেষ পুজোর খোঁজে তৈরি সেরা সর্বজনীন। এই খোঁজ গত বছরের তুলনায় বেড়েছে আয়োজনে, আয়তনে। এই প্রতিযোগিতায় যোগদানের কোনও ফর্ম নেই, তাই আগে থেকে অবহিত করার কোনও ব্যাপারও নেই। বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যখন তখন বিচারকের পা পড়তে পারে প্যান্ডেলে। আনন্দবাজার ডট কম-এর জহুরির চোখ খুঁজে নেবে সেরা পাঁচটি পুজো, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা এবং সেরা আবহ। উত্তর-দক্ষিণ মিলিয়ে ৩০০-রও অধিক পুজো থেকে খুঁজে বের করা হবে সেরা ১২।
মহাষষ্ঠীর সকালে প্রকাশিত হবে সেই সেরা ১২-র তালিকা। মহাসপ্তমীতে ঘোষিত হবে সেরার সেরা, যা বিচার করবেন প্রখ্যাত ব্যক্তিত্বরা। বিচারকমন্ডলীর মধ্যে উপস্থিত থাকবেন অভিনেতা দেবশঙ্কর হালদার, পরিচালক সুমন মুখোপাধ্যায়, নাট্যকার সোহিনী সেনগুপ্ত, স্থপতি অবিন চৌধুরী এবং পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।
বিজেতারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার মূল্য। প্রতিটি সেরা ৫টি পুজোর জন্য থাকছে ২৫০০০ টাকা, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা এবং সেরা আবহ পেয়ে যাবেন ১৫০০০ টাকা করে।
উৎসবের সৃজনে কোন পুজো করবে বাজিমাত, সৃজনের এই উৎসবে কে হবে সেরা, জানতে চোখ রাখুন আনন্দ উৎসবের পাতায় https://www.anandabazar.com/ananda-utsav/puja-club-contest