২০১৮ সাল থেকে শুরু হয়েছে এই দেবীর পুজো, এর মধ্যে দোসর আর্থিক অনটন। তাতেও কি থেমে থেকেছে আরাধনা? মোটেই না। বরং আবার নতুন রূপে দেবীকে বরণ করা হয়েছে! তবে ঠিক ‘নতুন রূপে’ বলা চলে না। বেহালা সরশুনা শিবরামপুর পঞ্চাননতলার দেবীর সাজ বছরের পর বছর ধরে একই থেকেছে। এটাই এই পুজোর বিশেষত্ব।
সিদ্ধেশ্বর চক্রবর্তী মহাশয়ের হাত ধরেই শুরু এই দুর্গোৎসবের। পরবর্তীতে আর্থিক অনটনের কারণে স্থগিত রাখা হয় এটি। চলতি বছর থেকে আবারও শুরু হল এই দুর্গাপুজো। এখানকার দেবী পূজিত হন কাত্যায়নী রূপে। তাঁর মৌলিকত্ব লুকিয়ে তাঁর সাজসজ্জায়। বিগত বছরগুলিতে একই সাজে সেজে আসছেন দেবী দুর্গা। পরবর্তীতে কিছু বিশেষ কারণে সেই সাজ পরিবর্তন করা হলেও দেবীকে আবার একই রূপে ফিরিয়ে আনা হবে এই বছর।
আরও পড়ুন:
সংগৃহীত চিত্র।
এখানেই শেষ নয়, দেবীর সন্ধিপুজো শুরু হয় আতশবাজির ঝলকানিতে। এমনকী পুজো সমর্পণও করা হয় আতশবাজি দিয়েই।
সংগৃহীত চিত্র।
জানেন কি এই বাড়ির প্রতিমার বাহন সিংহের একটি গোঁফ থাকে। এমন নজির খুবই কমই আছে। ঠাকুর দেখতে দেখতে বেহালার কাছাকাছি চলে এলে এক বার দেবী কাত্যায়নীর দর্শন করে আসতেই পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।