Advertisement
queen elizabeth

এই বছর কলকাতার পুজোয় স্মৃতি হয়ে থাকছেন রানি এলিজাবেথ

ইংল্যান্ডের রানিকে সন্মান জানিয়েছে চালতাবাগান পুজো কমিটি। প্রতিমা তৈরি হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের আদলে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:১২
Share: Save:

আর মাত্র ক’টা দিনের অপেক্ষা। ঢাকের কাঠি পড়ল বলে! এ বছর ওয়ার্লড হেরিটেজের তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। ইউনেস্কোর তরফে এমন আন্তর্জাতিক সম্মান ঝুলিতে আসার পর থেকেই কলকাতার বেশির ভাগ ক্লাব নিজেদের পুজো নিয়ে হরেক অভিনব ভাবনার পথে হাঁটছে।

এ বার ৭৮তম বর্ষে চালতাবাগান সর্বজনীনের ভাবনা যেমন একেবারেই অন্য রকম। সম্প্রতি খুঁটিপুজোর দিনে আনুষ্ঠানিক ভাবে কমিটির তরফে জানানো হয়েছে এ বছরের ভাবনা। চালতাবাগানে এবারের থিম ‘যাপনের উদযাপন’।

এই পুজোর সবচেয়ে বড় চমক প্রতিমায়। ইংল্যান্ডের রানিকে সন্মান জানিয়েছে চালতাবাগান পুজো কমিটি। প্রতিমা তৈরি হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের আদলে। প্রতিমা তৈরির ভার শিল্পী সুবল পালের।

৯৬ বছর বয়সে বৃহস্পতিবার রাতেই প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।বলা চলে, ব্রিটেনের রাজপাটে দীর্ঘতম অধ্যায়ের সমাপ্তি ঘটল তাঁর জীবনাবসানের মধ্যে দিয়ে। প্রায় সাত দশক যিনি ব্রিটেনের সিংহাসনে ছিলেন, তাঁর মৃত্যু যে সারা বিশ্বকে নাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।

এই পরিস্থিতিতে কাকতালীয় থিমের হাত ধরে কলকাতার পুজোতে ফিরে আসছেন রানি। কুইন এলিজাবেথকে সম্মান জানানোর এমন ভাবনা এ শহরে এই প্রথম বলেই বিশ্বাস চালতাবাগান সর্বজনীন পুজো কমিটির।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE