কলকাতায় বসেই যেন পৌঁছে যাবেন এক অন্য দুনিয়ায়। এ বার ত্রিধারা সম্মিলনীর থিম ‘চলো ফিরি’। আর সেই থিমের হাত ধরেই যেন আপনি পৌঁছে যাবেন অঘোরীদের ডেরায়।
ত্রিধারার মণ্ডপের এক দিকে অধিষ্ঠান করে রয়েছেন দেবাদিদেব মহাদেব। একটি উঁচু বেদীতে তিনি বসে। পাশেই রয়েছে একটি মন্দির আর তার মধ্যে রয়েছেন দেবী। গোটা মন্দির, মণ্ডপ জুড়ে দেওয়ালে দেওয়ালে খোদাই করা রয়েছে দেবনগরী লিপি। খোদাই করা রয়েছে কালীমূর্তিও। পাহাড়ি মন্দিরে যেমন পতাকা দেখা যায় রয়েছে তাও। ফলে দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মণ্ডপে পা রাখলে যে একে বারে অন্য রকম একটি অনুভূতির সাক্ষী থাকবেন সেটা বলাই যায়।
ত্রিধারা সম্মিলনীর এ বারের গোটা থিমের ভাবনা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার। তিনিই এই মণ্ডপের প্রতিমা শিল্পীও বটে।
এ বার পুজোয় এই ক্লাবের তরফে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আরও এক চমক। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে অঘোরীদের লাইভ পারফরমেন্স দেখা যাবে এখানে। ত্রিধারা তাঁদের ‘চলো ফিরি’ থিমের মাধ্যমে শিব তাণ্ডবকে তুলে ধরতে চেয়েছেন।
প্রতি বছরই মানুষ দক্ষিণ কলকাতার এই মণ্ডপে ভিড় জমান তাঁদের অভিনব ভাবনার সাক্ষী থাকতে। এই বছরও যে তাঁরা নিরাশ হবেন না সেটা খানিক অনুমান করাই যায়। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে এই পুজো মণ্ডপ। সে দিনই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন ত্রিধারার।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।