Advertisement
kali Puja 2022

কালীপুজোয় মদেই হবে মোক্ষ লাভ! জানুন পান করার উপায়

শাস্ত্রে বলে, নিয়ম মেনে নিষ্ঠা ভরে পুজো করলে পূরণ হতে পারে আপনার মনোবাঞ্ছা।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৭:৪৪
Share: Save:
০১ ০৭
সামনেই কালী পুজো। শাস্ত্রে বলে, নিয়ম মেনে নিষ্ঠা ভরে পুজো করলে পূরণ হতে পারে আপনার মনোবাঞ্ছা।

সামনেই কালী পুজো। শাস্ত্রে বলে, নিয়ম মেনে নিষ্ঠা ভরে পুজো করলে পূরণ হতে পারে আপনার মনোবাঞ্ছা।

০২ ০৭
তবে তার জন্য চাই সঠিক পুজা সামগ্রী। জানতে হবে কী দিলে তুষ্ট হন মা। জবা ফুল থেকে শুরু করে আরও নানা সামগ্রী রয়েছে তালিকায়, যা কালী পুজোয় খুবই প্রয়োজনীয়।

তবে তার জন্য চাই সঠিক পুজা সামগ্রী। জানতে হবে কী দিলে তুষ্ট হন মা। জবা ফুল থেকে শুরু করে আরও নানা সামগ্রী রয়েছে তালিকায়, যা কালী পুজোয় খুবই প্রয়োজনীয়।

০৩ ০৭
তেমনই মায়ের নৈবেদ্যে চাই কারণবারি। কারণবারি ছাড়া মা কালীর পুজো অসম্পূর্ণ।

তেমনই মায়ের নৈবেদ্যে চাই কারণবারি। কারণবারি ছাড়া মা কালীর পুজো অসম্পূর্ণ।

০৪ ০৭
মা কালীর পুজোয় লাগে মদ। এই মদকেই বলে কারণবারি। পুজোর সময়ে পুরোহিতকে পান করতে হয় এই কারণবারি।

মা কালীর পুজোয় লাগে মদ। এই মদকেই বলে কারণবারি। পুজোর সময়ে পুরোহিতকে পান করতে হয় এই কারণবারি।

০৫ ০৭
যদিও বাংলায় পূজিত মায়ের আট রূপের মধ্যে কেউ খুব একটা কারণবারি পান করেন বলে জানা নেই।

যদিও বাংলায় পূজিত মায়ের আট রূপের মধ্যে কেউ খুব একটা কারণবারি পান করেন বলে জানা নেই।

০৬ ০৭
শাস্ত্র মতে, একমাত্র শ্মশানকালীকেই দেখা যায় মদ্যপান করতে। তাঁর গায়ের রং কাজল কালো। দেবীর এই রূপের বসত শ্মশানেই।

শাস্ত্র মতে, একমাত্র শ্মশানকালীকেই দেখা যায় মদ্যপান করতে। তাঁর গায়ের রং কাজল কালো। দেবীর এই রূপের বসত শ্মশানেই।

০৭ ০৭
তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত বৃহৎ তন্ত্রানুসারে দেবীর ধ্যানসম্মত মূর্তিতে দেবীর চোখ রক্তপিঙ্গল বর্ণের। চুল আলুথালু। দেহ শুকনো, ভয়ঙ্কর। দেবীর বাঁ হাতে থাকে মদ ও মাংসে ভরা পাত্র।

তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত বৃহৎ তন্ত্রানুসারে দেবীর ধ্যানসম্মত মূর্তিতে দেবীর চোখ রক্তপিঙ্গল বর্ণের। চুল আলুথালু। দেহ শুকনো, ভয়ঙ্কর। দেবীর বাঁ হাতে থাকে মদ ও মাংসে ভরা পাত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE