২০০১ সালে শুরু হয়েছিল এই আবাসনের পুজো। এই বছর রজতজয়ন্তী বর্ষ অর্থাৎ ২৫ তম বছরে উদযাপন করছে কয়লা বিহার বসুন্ধরা হাউজ়িং সোসাইটি। চলতি বছরের দুর্গাপুজোয় তাঁরা সম্মান জানাচ্ছেন রামকৃষ্ণ মিশনের স্বামী হিরণময়ানন্দ এবং অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শ্রী অরূপ রাহাকে। তাঁরা সমাজ এবং দেশের জন্য যে কাজ করেছেন, তাঁদের সেই অবদানের জন্যই সম্মান জানাবে কয়লা বিহার বসুন্ধরা হাউজিং সোসাইটি। একই সঙ্গে এই সোসাইটির পুজো শুরু করেছিলেন যে প্রবীণ সদস্যরা তাঁদেরও সম্মান জানানো হচ্ছে।
দুর্গাপুজোয় কেবল দেবীর আরাধনা নয়, তাঁরা এই বছর সমাজসেবামূলক কাজের দিকেও নজর দিয়েছেন। এই অঞ্চলের আশেপাশে যে প্রান্তিক এবং দুঃস্থ ব্যক্তিরা আছেন তাঁদের প্রতিও নিজ নিজ কর্তব্য পালন করবেন। পুজোর একটা দিন কাটাবেন এলাকার একটি বৃদ্ধাশ্রমের মহিলাদের সঙ্গে। কেবল তাঁদের সঙ্গে পুজোর হইচই নয়, এই সোসাইটির তরফে তাঁদের হাতে তুলে দেওয়া হবে কম্বল, বিছানার চাদর, মশারী। একই সঙ্গে দেওয়া হবে চিকিৎসার খরচের জন্য কিছু অনুদান।
পুজোর আনন্দের মধ্যেই এই সোসাইটির তরফে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং অন্যান্য ভেক্টরজনিত রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য সম্ভাব্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন।
ফলে ৪দিন ধরে যে কয়লা বিহার বসুন্ধরা হাউজ়িং সোসাইটিতে কেবল দেবীর আরাধনা করা হবে সেটাই নয়, সমাজের প্রতিও এই আবাসনের নাগরিকরা সচেতন সেটাই তাঁদের বৃহৎ কর্মকাণ্ডের মাধ্যমে তুলে ধরবেন।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।