পুজোর আর ক’টা দিন বাকি। আকাশ ছেয়ে আছে পেঁজা তুলো মেঘে, শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে বাগান জুড়ে। কলকাতা ছুটছে কেনাকাটি, ও শেষ মুহূর্তের কাজ সারতে। শহর জুড়ে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, কুমোরটুলির মৃৎশিল্পীদের ব্যস্ততাও এখন তুঙ্গে। এই সময়েই বাঙালির মন ছুটে যায় কুমারটুলিতে। শুধু দেবীর এক ঝলক দেখতে নয়, শিল্পীর হাতের জাদু দেখতেও।
সংগৃহীত চিত্র
এই বছর যেন কুমারটুলি একে বারে অন্য রূপে ধরা দিয়েছে। দুর্গা প্রতিমা শুধুই মহিষাসুরমর্দিনী নয়, তিনি একে বারে যেন ঘরের মেয়ে। তাঁর চোখে মুখে ফুটে উঠেছে স্নেহ, মায়া, আর এক মন ভোলানো হাসি। এই ‘কিউট দুর্গা’কে দেখে দর্শনার্থীরা প্রথমে অবাক হলেও, সর্বত্র ভালবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন তারা। সমাজমাধ্যমে বর্তমানে রীতিমত ‘ভাইরাল’ এই প্রতিমার রূপ।
প্রতিমাটির গোল গাল মুখ, বড় বড় মায়াময় চোখ আর মুখের মিষ্টি এক হাসিতেই মুগ্ধ সকলে। ফলে ছোটদেরও টানছে এই প্রতিমা। ভিড় জমছে স্টুডিয়োতে, কেউ ক্যামেরা হাতে ছবি তুলছেন, কেউ ভিডিয়ো করছেন। সমাজমাধ্যমে রিল আর ইউটিউব শর্টসে ‘ভাইরাল’ হচ্ছে দেবীর এই রূপ। ‘কিউট দুর্গা’ যেন এখন সেলফির নয়া ঠিকানা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।