জগজ্জননীর আরাধনায় এক অনবদ্য আয়োজন করে সকলকে মুগ্ধ করে দিয়েছে হুগলির চন্দননগরের উর্দিবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। এ বছরের পুজোয় তারা সশ্রদ্ধ প্রণাম জানিয়েছে কিংবদন্তী শিল্পী রামকিঙ্কর বেজকে। সেই সঙ্গে, মণ্ডপ সজ্জায় যে থিম ব্যবহার করা হয়েছে, তার ভাবনা ও রূপায়ণও সকলের নজর কাড়ছে।
এ বছরের (২০২৫) জগদ্ধাত্রী পুজোয় উর্দিবাজার সর্বজনীনের থিম হল - অস্তিত্বের টানে। মণ্ডপের সর্বত্র লোহার কাজ রীতিমতো তাক লাগিয়ে দেবে। লোহা দিয়েই গড়া হয়েছে পিঁপড়ে-সহ নানা ধরনের পতঙ্গ। কী ভাবে ক্ষুদ্র এই প্রাণীগুলি প্রকৃতির বুকে লড়াই করে বেঁচে থাকে, সেগুলি একাধিক ইনস্টলেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন:
একই ভাবে 'মাদার নেচার' বা প্রকৃতি মাতার অস্তিত্বও উপস্থাপিত হয়েছে মণ্ডপ সজ্জায়। মণ্ডপের একে বারে সামনের দিকেই রয়েছে শিল্পী রামকিঙ্কর বেজের একটি প্রতিকৃতি। এই সব কিছুকে যোগ্য সঙ্গত দিয়েছে মণ্ডপে আলোর মোহময় ব্যবহার।
এ বার আসার যাক দেবী প্রতিমার প্রসঙ্গে। বরাবরের মতোই প্রতিমার রূপ রাখা হয়েছে সাবেকি। মাকে সাজানো হয়েছে জমকালো ডাকের সাজে। তার সূক্ষ্ম কারুকাজ দর্শনার্থীদের একই সঙ্গে মুগ্ধ এবং অবাক করবে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।