Advertisement
Durga Puja 2023 Theme

ভাত কাপড়ের দায়িত্ব আসলে কার? জানাচ্ছে বেহালা ক্লাব

দিনের প্রথম আর শেষ বাস কিংবা ট্রেন এঁদের লড়াইয়ের নির্বাক সাক্ষী হয়ে থেকে যায়। এঁরা বাড়ি-বাড়ি কাজ করে বেড়ান। তাঁদের সম্মান জানাতেই এই বছরের বেহালা ক্লাব সর্বজনীনের ভাবনা ‘ভাত কাপড়’।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৮:২৪
Share: Save:
০১ ০৬
১৯৪৫ সালে প্রাক স্বাধীনতা থেকে এই পুজোর শুরু। বেহালার সব থেকে পুরনো বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। থিম পুজোয় পদার্পণ ২০০২ সালে। এই বছরের থিম ‘ভাত কাপড়’।

১৯৪৫ সালে প্রাক স্বাধীনতা থেকে এই পুজোর শুরু। বেহালার সব থেকে পুরনো বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। থিম পুজোয় পদার্পণ ২০০২ সালে। এই বছরের থিম ‘ভাত কাপড়’।

০২ ০৬
আমদের সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী স্বামী দায়িত্ব নেয় স্ত্রীর ভাত কাপড়ের। অর্থাৎ — স্ত্রীর খাওয়া পরার দায়িত্ব স্বামীর কাঁধে আরোপিত হয়। এ ভাবেই সূচনা হয় দাম্পত্যের।

আমদের সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী স্বামী দায়িত্ব নেয় স্ত্রীর ভাত কাপড়ের। অর্থাৎ — স্ত্রীর খাওয়া পরার দায়িত্ব স্বামীর কাঁধে আরোপিত হয়। এ ভাবেই সূচনা হয় দাম্পত্যের।

০৩ ০৬
কিন্তু এমন কিছু নারীও আছেন, যাদের ভাত কাপড়ের দায়িত্ব তাদের স্বামীরা নিয়েছিল ঠিকই, কিন্তু কথা রাখেনি কেউ। এমনকি প্রাপ্য সম্মানটুকুও খুইয়ে তাঁরা বাধ্য হয়েছেন, নিজেদের সংসারের ভার একার কাঁধে তুলে নিতে।

কিন্তু এমন কিছু নারীও আছেন, যাদের ভাত কাপড়ের দায়িত্ব তাদের স্বামীরা নিয়েছিল ঠিকই, কিন্তু কথা রাখেনি কেউ। এমনকি প্রাপ্য সম্মানটুকুও খুইয়ে তাঁরা বাধ্য হয়েছেন, নিজেদের সংসারের ভার একার কাঁধে তুলে নিতে।

০৪ ০৬
 যাঁরা এক দিন মন দিয়ে শুধু সংসার করতে চেয়েছিলেন, আজ তাঁরা অর্থ উপার্জনের কারণে অন্যদের সংসারের কাজ করে চলেছে।

যাঁরা এক দিন মন দিয়ে শুধু সংসার করতে চেয়েছিলেন, আজ তাঁরা অর্থ উপার্জনের কারণে অন্যদের সংসারের কাজ করে চলেছে।

০৫ ০৬
দিনের প্রথম আর শেষ বাস কিংবা ট্রেন এঁদের লড়াইয়ের নির্বাক সাক্ষী হয়ে থেকে যায়। এঁরা বাড়ি-বাড়ি কাজ করে বেড়ান। তাঁদের সম্মান জানাতেই এই বছরের বেহালা ক্লাব সর্বজনীনের ভাবনা ‘ভাত কাপড়’।

দিনের প্রথম আর শেষ বাস কিংবা ট্রেন এঁদের লড়াইয়ের নির্বাক সাক্ষী হয়ে থেকে যায়। এঁরা বাড়ি-বাড়ি কাজ করে বেড়ান। তাঁদের সম্মান জানাতেই এই বছরের বেহালা ক্লাব সর্বজনীনের ভাবনা ‘ভাত কাপড়’।

০৬ ০৬
থিম : ভাত কাপড়।  থিম শিল্পী : অদিতি চক্রবর্তী। প্রতিমা শিল্পী : অদিতি চক্রবর্তী ও রাজেশ মণ্ডল।  কী ভাবে যাবেন : বেহালা থানার বিপরীতে বনমালী নস্কর রোড। সেই রাস্তায় ঢুকে মিনিট পাঁচেক হাঁটলেই হরিসভা ময়দান। এই ময়দানেই রয়েছে বেহালা ক্লাবের পুজো মণ্ডপ।  এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

থিম : ভাত কাপড়। থিম শিল্পী : অদিতি চক্রবর্তী। প্রতিমা শিল্পী : অদিতি চক্রবর্তী ও রাজেশ মণ্ডল। কী ভাবে যাবেন : বেহালা থানার বিপরীতে বনমালী নস্কর রোড। সেই রাস্তায় ঢুকে মিনিট পাঁচেক হাঁটলেই হরিসভা ময়দান। এই ময়দানেই রয়েছে বেহালা ক্লাবের পুজো মণ্ডপ। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE