পুজোর সময়ে বেরোনো মানেই আগে ব্যাগে থাকত টুকটাক সাজার জিনিস। মেকআপ একটু ঘেঁটে গেলে কম্প্যাক্টের পাফ বুলিয়ে নেওয়া, কিংবা চট করে স্প্রে করার জন্য ছোট পারফিউমের শিশি। এগুলি তো রাখেনই। কিন্তু করোনার সময়ে পরিস্থিতি বদলে গিয়েছে অনেক। তাই ঠাকুর দেখতে যাওয়ার সময়ে কিছু জিনিস ব্যাগে রাখা অবশ্যই জরুরি।
মাস্ক
মাস্ক পরে বেরোচ্ছেন, কিন্তু ব্যাগেও রেখে দিন ২টি অতিরিক্ত মাস্ক। নিজের মুখের মাস্কটি কোনও ভাবে ভিজে গেলে বা নষ্ট হয়ে গেলে ব্যাগে থাকা এই মাস্ক অনায়াসে ব্যবহার করতে পারবেন।