পুজোয় কিনুন নতুন ফ্রিজ, ১৫ হাজার টাকা বাজেটেই মিলবে দুর্দান্ত সব ফিচার!
১৫ হাজার টাকার মধ্যে নতুন ফ্রিজ কিনতে চাইলে বাজারে রয়েছে হরেক রকম বিকল্প।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
এ বারের পুজোয় নিজেকে উপহার দিতে চান নতুন ফ্রিজ? কিন্তু বাজেট মাত্র ১৫,০০০ টাকা? কোনও সমস্যা নেই। এই দামের মধ্যেও আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাল ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন। এই বাজেটে সেরা কিছু ফ্রিজের তালিকা রইল এই প্রতিবেদনে। এই ফ্রিজগুলি শুধুমাত্র বিদ্যুৎ খরচের ক্ষেত্রেই সাশ্রয়ী নয়, একইসঙ্গে আধুনিক সমস্ত ফিচারে ভরপুর!
০২১০
গোদরেজ ১৯০ এল ৪ স্টার ইনভার্টার রেফ্রিজারেটর: এই ফ্রিজটি ১৫,০০০ টাকা বাজেটের মধ্যে দারুণ বাছাই হতে পারে। এতে ১.৭৫ লিটারের বোতল রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে। এর অ্যাডভান্সড ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এতে আছে বড় ভেজিটেবল বক্স এবং অ্যান্টি-ব্যাকটিরিয়াল গ্যাসকেট। ফ্রিজটির ডিজাইনও বেশ আকর্ষণীয়।
০৩১০
হায়ার ১৭০ এল ৩ স্টার ডায়রেক্ট কুল রেফ্রিজারেটর: ছোট পরিবারের জন্য এই মডেলটি খুবই উপযুক্ত। এতে আছে ১ ঘণ্টার আইসিং টেকনোলজি, যা দ্রুত বরফ তৈরি করে। এর ডিউরেবল কম্প্রেসর দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দেয়। এতে আছে রিমুভেবল অ্যান্টি-ফাঙ্গাল গ্যাসকেট এবং মজবুত গ্লাস শেলফ।
০৪১০
স্যামসাং ১৮৩ এল ২ স্টার ডায়রেক্ট কুল রেফ্রিজারেটর: এই মডেলটি তার নজরকাড়া ডিজাইন এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। এতে আছে ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর, যা কম শব্দ করে এবং বিদ্যুৎ সাশ্রয় করে। রয়েছে বড় ভেজিটেবল বক্স ও বড় বোতল হোল্ডার। পাশাপাশি, এই ফ্রিজেও অ্যান্টি-ব্যাকটিরিয়াল গ্যাসকেট ও স্টেবিলাইজার-ফ্রি অপারেশনের সুবিধা আছে।
০৫১০
এলজি ১৮৫ এল ৫ স্টার ইনভার্টার ডায়রেক্ট কুল রেফ্রিজারেটর: এই মডেলটি তার ৫-স্টার রেটিংয়ের জন্য বিশেষ ভাবে জনপ্রিয়। এটিতে আছে স্মার্ট ইনভার্টার কম্প্রেসর, যা বিদ্যুৎ সাশ্রয়ে সেরা। এই ফ্রিজে আছে ময়েস্ট 'এন' ফ্রেশ প্রযুক্তি, যা সবজি ও ফলকে দীর্ঘক্ষণ তাজা রাখে। এই ফ্রিজের টেম্পারড গ্লাস শেলফ এবং বড় ভেজিটেবল বক্স আপনাকে দেবে বাড়তি সুবিধা।
০৬১০
হোয়ার্লপুল ১৮৪ এল ৪ স্টার ইনভার্টার ডায়রেক্ট কুল রেফ্রিজারেটর: এই ফ্রিজটি বিদ্যুতের খরচ কমাতে সাহায্য করে। এর ইন্টেলিজেন্স ইনভার্টার টেকনোলজি সঠিক তাপমাত্রায় খাবার তাজা রাখে। ১২ ঘণ্টায় বরফ তৈরি করার ক্ষমতা রাখে এই মডেল। এর ইনভার্টার কম্প্রেসর ফ্রিজটিকে বিদ্যুৎ সাশ্রয়ী করে তোলে।
০৭১০
অ্যামাজন বেসিক্স ১৭১ এল ৩ স্টার ডায়রেক্ট কুল রেফ্রিজারেটর: অ্যামাজনের নিজস্ব ব্র্যান্ডের এই ফ্রিজটি আপনার বাজেটে একটি ভাল বিকল্প। এটিতে আছে টেকসই কম্প্রেসর এবং ভাল স্টোরেজ স্পেস। রয়েছে এলইডি লাইটিং এবং অ্যান্টি-ব্যাকটিরিয়াল গ্যাসকেট। স্টেবিলাইজার-ফ্রি অপারেশনের সুবিধা দেয় এই ফ্রিজটি। (প্রতীকী চিত্র)
০৮১০
ভোল্টাস বেকো ১৮৩ এল ২ স্টার ডায়রেক্ট কুল রেফ্রিজারেটর: ভোল্টাস এবং বেকো-র যৌথ উদ্যোগে তৈরি এই ফ্রিজটি টেকসই এবং আকর্ষণীয় ডিজাইনের। এটিতে আছে নিও ফ্রস্ট প্রযুক্তি, যা ফ্রিজে বরফ জমতে দেয় না। মজবুত কাচের শেলফ এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গ্যাসকেটের এই ফ্রিজটি কম শব্দ করে এবং বিদ্যুৎ সাশ্রয়ী। (প্রতীকী চিত্র)
০৯১০
ব্লু স্টার ১৮০ এল ৩ স্টার ডায়রেক্ট কুল রেফ্রিজারেটর: এই মডেলটি তার ব্যতিক্রমী কুলিং পারফরম্যান্সের জন্য পরিচিত। এতে আছে ডিউরেবল কম্প্রেসর এবং স্ট্যাবিলাইজার-ফ্রি অপারেশন। ভেজিটেবল বক্সটি বড় এবং তার স্টোরেজ ক্ষমতা যথেষ্ট। এই ফ্রিজে আছে অ্যান্টি-ব্যাকটিরিয়াল গ্যাসকেট এবং পরিষ্কার করা সহজ। (প্রতীকী চিত্র)
১০১০
ফ্রিজ কেনার আগে তার আকার, বিদ্যুৎ খরচ এবং আপনার পরিবারের প্রয়োজন বিবেচনা করা খুব জরুরি। অনলাইন বা অফলাইনে - বিভিন্ন দোকানে দাম ও অফার যাচাই করে নিন। সাধারণত, পুজো বা উৎসবের আগে অনেক ভাল ভাল অফার থাকে। (দ্রষ্টব্য: পণ্যের দাম পরিবর্তনশীল এবং বিক্রেতার উপর নির্ভরশীল। আনুমানিক দামের উপর ভিত্তি করে উপরোক্ত তালিকাটি তৈরি করা হয়েছে। তাই, কেনার আগে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে বর্তমান দাম জেনে নেওয়া দরকার।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।