পুজোর মরসুম শুধু নতুন জামাকাপড় বা ঘোরাঘুরির জন্য নয়, নতুন টেক গ্যাজেট কেনার জন্যও আদর্শ সময়। আর, এ বছর পুজোয় বাজারের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন - আইফোন ১৭ সিরিজ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ। এই দু'টি স্মার্টফোনই নিজেদের উন্নত ফিচার এবং পারফরম্যান্সের জন্য সকলের নজর কাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু কোন ফোনটি আপনার জন্য সেরা হবে? চলুন, কলকাতা তথা দেশের বাজারের প্রেক্ষিতে এই দু'টি ফোনের একটি তুল্যমূল্য আলোচনা করা যাক।
পুজোর বাজারে টেক-যুদ্ধ: এ বার পুজোর মরসুমে অ্যাপল এবং স্যামসাং-এর দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন একে-অপরকে টেক্কা দিতে প্রস্তুত। আইফোন ১৭ সিরিজ যেখানে তার ডিজাইন, নতুন চিপসেট এবং ক্যামেরার আপগ্রেড নিয়ে আসছে, সেখানে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত ক্যামেরার প্রতিশ্রুতি দিচ্ছে।