প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner
iPhone 17 Series vs Samsung Galaxy S25

পুজোর মরশুমে টেক-যুদ্ধ! অ্যাপল বনাম স্যামসাংয়ের মধ্যে আপনার মুঠোয় সেরা কে?

দু'টি ফোনেই থাকছে দারুণ সব ফিচার। আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সঠিকটিকে নির্বাচন করুন।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩
Share: Save:
০১ ১০
পুজোর মরসুম শুধু নতুন জামাকাপড় বা ঘোরাঘুরির জন্য নয়, নতুন টেক গ্যাজেট কেনার জন্যও আদর্শ সময়। আর, এ বছর পুজোয় বাজারের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন - আইফোন ১৭ সিরিজ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ। এই দু'টি স্মার্টফোনই নিজেদের উন্নত ফিচার এবং পারফরম্যান্সের জন্য সকলের নজর কাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু কোন ফোনটি আপনার জন্য সেরা হবে? চলুন, কলকাতা তথা দেশের বাজারের প্রেক্ষিতে এই দু'টি ফোনের একটি তুল্যমূল্য আলোচনা করা যাক।

পুজোর মরসুম শুধু নতুন জামাকাপড় বা ঘোরাঘুরির জন্য নয়, নতুন টেক গ্যাজেট কেনার জন্যও আদর্শ সময়। আর, এ বছর পুজোয় বাজারের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন - আইফোন ১৭ সিরিজ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ। এই দু'টি স্মার্টফোনই নিজেদের উন্নত ফিচার এবং পারফরম্যান্সের জন্য সকলের নজর কাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু কোন ফোনটি আপনার জন্য সেরা হবে? চলুন, কলকাতা তথা দেশের বাজারের প্রেক্ষিতে এই দু'টি ফোনের একটি তুল্যমূল্য আলোচনা করা যাক।

০২ ১০
পুজোর বাজারে টেক-যুদ্ধ: এ বার পুজোর মরসুমে অ্যাপল এবং স্যামসাং-এর দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন একে-অপরকে টেক্কা দিতে প্রস্তুত। আইফোন ১৭ সিরিজ যেখানে তার ডিজাইন, নতুন চিপসেট এবং ক্যামেরার আপগ্রেড নিয়ে আসছে, সেখানে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত ক্যামেরার প্রতিশ্রুতি দিচ্ছে।

পুজোর বাজারে টেক-যুদ্ধ: এ বার পুজোর মরসুমে অ্যাপল এবং স্যামসাং-এর দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন একে-অপরকে টেক্কা দিতে প্রস্তুত। আইফোন ১৭ সিরিজ যেখানে তার ডিজাইন, নতুন চিপসেট এবং ক্যামেরার আপগ্রেড নিয়ে আসছে, সেখানে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত ক্যামেরার প্রতিশ্রুতি দিচ্ছে।

০৩ ১০
ডিজাইন ও ডিসপ্লে: আইফোন ১৭ সিরিজে এ বার নতুন ডিজাইন এবং প্রো মডেলগুলিতে টাইটানিয়াম ফ্রেমের বদলে আংশিক অ্যালুমিনিয়ামের ব্যবহার দেখা যেতে পারে। এ ছাড়া, এ বার সব মডেলেই ১২০Hz প্রোমোশন ডিসপ্লে দেওয়া হচ্ছে। যা আগে শুধু প্রো মডেলগুলিতেই ছিল। অন্য দিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে পাতলা ডিজাইন এবং ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে থাকছে। যা তার ঔজ্জ্বল্য এবং রঙের গভীরতার জন্য পরিচিত।

ডিজাইন ও ডিসপ্লে: আইফোন ১৭ সিরিজে এ বার নতুন ডিজাইন এবং প্রো মডেলগুলিতে টাইটানিয়াম ফ্রেমের বদলে আংশিক অ্যালুমিনিয়ামের ব্যবহার দেখা যেতে পারে। এ ছাড়া, এ বার সব মডেলেই ১২০Hz প্রোমোশন ডিসপ্লে দেওয়া হচ্ছে। যা আগে শুধু প্রো মডেলগুলিতেই ছিল। অন্য দিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে পাতলা ডিজাইন এবং ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে থাকছে। যা তার ঔজ্জ্বল্য এবং রঙের গভীরতার জন্য পরিচিত।

০৪ ১০
ক্যামেরা: আইফোন ১৭ প্রোম্যাক্স-এ তিনটি ৪৮এমপি ক্যামেরা লেন্স থাকতে পারে। যা ৮কে ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করবে। এ ছাড়া, ফ্রন্ট ক্যামেরাও এবার ২৪এমপি-তে আপগ্রেড হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে ২০০এমপি প্রাইমারি সেন্সর-সহ একটি শক্তিশালী ক্যামেরা সেটআপ থাকছে। ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে স্যামসাং-এর এআই ফিচারগুলি বিশেষ সুবিধা দেবে, যা ছবিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

ক্যামেরা: আইফোন ১৭ প্রোম্যাক্স-এ তিনটি ৪৮এমপি ক্যামেরা লেন্স থাকতে পারে। যা ৮কে ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করবে। এ ছাড়া, ফ্রন্ট ক্যামেরাও এবার ২৪এমপি-তে আপগ্রেড হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে ২০০এমপি প্রাইমারি সেন্সর-সহ একটি শক্তিশালী ক্যামেরা সেটআপ থাকছে। ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে স্যামসাং-এর এআই ফিচারগুলি বিশেষ সুবিধা দেবে, যা ছবিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

০৫ ১০
পারফরম্যান্স: আইফোন ১৭ সিরিজ চলবে নতুন এ১৯ প্রো চিপসেট দিয়ে। যা টিএসএমসি-র ৩এনএম প্রক্রিয়ায় তৈরি। এতে মাল্টিটাস্কিং এবং এআই ফিচারগুলি আরও মসৃণ হবে। স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে এক্সিনোস এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। এটিও পারফরম্যান্সের দিক থেকে অত্যন্ত শক্তিশালী এবং গেমিংয়ের জন্য বিশেষ অপটিমাইজেশন রয়েছে।

পারফরম্যান্স: আইফোন ১৭ সিরিজ চলবে নতুন এ১৯ প্রো চিপসেট দিয়ে। যা টিএসএমসি-র ৩এনএম প্রক্রিয়ায় তৈরি। এতে মাল্টিটাস্কিং এবং এআই ফিচারগুলি আরও মসৃণ হবে। স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে এক্সিনোস এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। এটিও পারফরম্যান্সের দিক থেকে অত্যন্ত শক্তিশালী এবং গেমিংয়ের জন্য বিশেষ অপটিমাইজেশন রয়েছে।

০৬ ১০
ব্যাটারি ও চার্জিং: আইফোন ১৭ সিরিজে ব্যাটারির আকার এবং ফাস্ট চার্জিংয়ের আপগ্রেড দেখা যেতে পারে। তবে স্যামসাং গ্যালাক্সি এস২৫-এ দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে। যা এক চার্জে দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। এই ক্ষেত্রে যাঁরা বেশি সময় ফোন ব্যবহার করেন, তাঁদের জন্য স্যামসাং একটি ভালো বিকল্প হতে পারে।

ব্যাটারি ও চার্জিং: আইফোন ১৭ সিরিজে ব্যাটারির আকার এবং ফাস্ট চার্জিংয়ের আপগ্রেড দেখা যেতে পারে। তবে স্যামসাং গ্যালাক্সি এস২৫-এ দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে। যা এক চার্জে দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। এই ক্ষেত্রে যাঁরা বেশি সময় ফোন ব্যবহার করেন, তাঁদের জন্য স্যামসাং একটি ভালো বিকল্প হতে পারে।

০৭ ১০
সফটওয়্যার: আইওএস ২৬ এবং গ্যালাক্সি এআই-এর মধ্যে এই লড়াই হবে। আইফোন ১৭-এ নতুন আইওএস ২৬-এর সঙ্গে অ্যাপ্‌ল ইন্টেলিজেন্স (এআই) ফিচারগুলি যুক্ত হবে। অন্য দিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ হল গ্যালাক্সি এআই, যা বিভিন্ন কাজে ব্যবহারকারীদের সাহায্য করবে।

সফটওয়্যার: আইওএস ২৬ এবং গ্যালাক্সি এআই-এর মধ্যে এই লড়াই হবে। আইফোন ১৭-এ নতুন আইওএস ২৬-এর সঙ্গে অ্যাপ্‌ল ইন্টেলিজেন্স (এআই) ফিচারগুলি যুক্ত হবে। অন্য দিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ হল গ্যালাক্সি এআই, যা বিভিন্ন কাজে ব্যবহারকারীদের সাহায্য করবে।

০৮ ১০
দাম: ভারতীয় মুদ্রায় আইফোন ১৭-এর দাম ৭৯,৯৯০ টাকা থেকে শুরু হতে পারে। আর প্রো মডেলগুলির দাম ১.৬৪ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর দাম ৭৪,৯৯৯ থেকে শুরু হচ্ছে।

দাম: ভারতীয় মুদ্রায় আইফোন ১৭-এর দাম ৭৯,৯৯০ টাকা থেকে শুরু হতে পারে। আর প্রো মডেলগুলির দাম ১.৬৪ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর দাম ৭৪,৯৯৯ থেকে শুরু হচ্ছে।

০৯ ১০
কার জন্য আইফোন ১৭: যাঁরা আইওএস ইকোসিস্টেমের মধ্যে থাকতে ভালোবাসেন, যাঁদের ম্যাকবুক বা অ্যাপ্‌ল ওয়াচ আছে এবং যাঁরা মসৃণ পারফরম্যান্স, ক্যামেরা ও নিরাপত্তা চান, তাঁদের জন্য আইফোন ১৭ সিরিজ একটি আদর্শ পছন্দ। এছাড়া যাঁরা নতুন টেকনোলজি এবং প্রিমিয়াম লুক পছন্দ করেন, তাঁরাও এটি বেছে নিতে পারেন।

কার জন্য আইফোন ১৭: যাঁরা আইওএস ইকোসিস্টেমের মধ্যে থাকতে ভালোবাসেন, যাঁদের ম্যাকবুক বা অ্যাপ্‌ল ওয়াচ আছে এবং যাঁরা মসৃণ পারফরম্যান্স, ক্যামেরা ও নিরাপত্তা চান, তাঁদের জন্য আইফোন ১৭ সিরিজ একটি আদর্শ পছন্দ। এছাড়া যাঁরা নতুন টেকনোলজি এবং প্রিমিয়াম লুক পছন্দ করেন, তাঁরাও এটি বেছে নিতে পারেন।

১০ ১০
কার জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৫: যাঁরা অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের মধ্যে থাকেন, যাঁরা ক্যামেরা, ব্যাটারি এবং বহুমুখী ব্যবহারের জন্য একটি ফোন চান, তাঁদের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৫ সেরা। বিশেষ করে যাঁরা স্মার্টফোনে অত্যাধুনিক এআই ফিচার এবং বিভিন্ন অ্যাপের সুবিধা চান, তাঁরা স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর মাাধ্যমে বেশি উপকৃত হবেন।  (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

কার জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৫: যাঁরা অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের মধ্যে থাকেন, যাঁরা ক্যামেরা, ব্যাটারি এবং বহুমুখী ব্যবহারের জন্য একটি ফোন চান, তাঁদের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৫ সেরা। বিশেষ করে যাঁরা স্মার্টফোনে অত্যাধুনিক এআই ফিচার এবং বিভিন্ন অ্যাপের সুবিধা চান, তাঁরা স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর মাাধ্যমে বেশি উপকৃত হবেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy