দেশের টেলিকম পরিষেবায় ফের ঝড় তোলার পরিকল্পনা মুকেশ অম্বানীর। ৫ হাজার টাকার কমে গ্রাহকদের হাতে ৫জি ফোন তুলে দিতে চাইছে মুকেশের সংস্থা রিলায়্যান্স জিয়ো। প্রথমে এই দাম থাকলেও পরে তা কমিয়ে আড়াই-তিন হাজারে করার পরিকল্পনা রয়েছে জিয়োর-র। পুজোর মুখেই এই সুখবরের ইঙ্গিত পাওয়া গিয়েছে সংস্থার তরফে।
৪জি পরিষেবা চালু করে দেশের টেলিকম ব্যবসার ভোল পাল্টে দিয়েছিল মুকেশের সংস্থা। এ বার সেই একই ছবি দেখা দিতে পারে ৫জি পরিষেবার ক্ষেত্রেও।
জিয়ো-র এক শীর্ষ কর্তা জানিয়েছেন, প্রথমে এই সস্তার ৫জি ফোনের দাম রাখা হবে ৫ হাজারের কিছু কম। বিক্রি যত বাড়বে সেই দাম কমিয়ে আড়াই হাজারের কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁদের। যদিও সরকারি ভাবে এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি জিয়ো।